বেশ কিছুদিন আগেই ফাইভ জি (5G) পরিষেবা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে এখনো পুরোপুরি ভাবে ফাইভ জি (5G) পরিষেবা শুরু হয়নি। আজ যে এই পরিষেবা শুরু করতে দরকার প্রায় ১৫ লক্ষের কাছাকাছি টাওয়ার। তার মধ্যে প্রায় 13 লক্ষ নতুন করে বসাতে হবে। যার জন্য প্রয়োজন হবে কেবিল।
শুধু এত কেবিল মাটির উপর দিয়ে যাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ কেবিল কে নিয়ে যাওয়া হবে ভূগর্ভস্থ পথ দিয়ে। তার জন্য করতে হবে খোড়াখুড়ি এবং এই খোড়াখড়িতে রয়েছে এক বিরাট ঝুঁকি।
ভূগর্ভস্থ পথ দিয়ে গেছে জলের পাইপ এবং গ্যাসের লাইনও। এখন এই খোরাখুরি করতে গেলে সেগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার একটি বড় সম্ভাবনা থেকেই যায়। বিশেষ করে ভূগর্ভস্থ পথ দিয়ে যায় বিদ্যুতের লাইন ও সেটি কোন কারনে ক্ষতিগ্রস্ত হলে ক্ষয়ক্ষতির এক বিরাট সম্ভাবনা রয়েই যায়।
কোন অ্যাপের মাধ্যমের মাটির নিচে দেখা যাবে?
তবে এই সমস্যা দূর করার জন্য এক অভিনব উপায় বের করেছেন কেন্দ্রীয় মন্ত্রক। সোমবার রাজ্যের বিদ্যুৎ দপ্তর ও টেলিকম দপ্তর আয়োজিত একটি সেমিনারে সেটি বিষাদে বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা। দুটি অ্যাপ Call before you dig mobile ও সুগম সঞ্চার মাধ্যমেই দেখা যাবে মাটির তলায় কোথায় জলের লাইন গ্যাসের প্রায় অথবা বিদ্যুতের তার রয়েছে। এখানে দেখানো তথ্য একদম একুরেট হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ( MIS ) এর মাধ্যমে আয় করুন প্রতি মাসে ভারি সুদ
ভেজাল গুরে ক্যান্সার পর্যন্ত হতে পারে, শীত আসছে আসল গুর চিনে নিন
সবচেয়ে ভালো বিষয় হলো এটি খোঁড়াখুঁড়ি করার আগেই এই অ্যাপের মাধ্যমে তারা দেখে নিতে পারবে কোথায় কোথায় রয়েছে অপটিক্যাল। যার মাধ্যমে খুব সহজেই ফাইভ-জি (5G) কানেক্ট করা যাবে। এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে কোন টাওয়ারটি কোন কোম্পানির, বিদ্যুৎ দপ্তরের কোনটি কর্পোরেশাবেন অথবা কোনটি পার্সোনাল সম্পত্তি। যদিও পার্সোনাল সম্পত্তিতে টাওয়ার লাগাতে গেলে স্থানীয় প্রশাসনের কোন অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না, কেন্দ্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যকেও নীতি তৈরি করতে হবে। এক মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করা হবে।
এখন একটি প্রশ্ন এই 5G খরচা ঠিক কতটা? 4G ইন্টারনেট স্পিডে তুলনায় প্রায় ১০ গুনের থেকেও বেশি দ্রুত ইন্টারনেট স্পিড দেবে 5G । রাজ্য সরকারের ইচ্ছা গোটা বাংলায় 5G জন্য একই দাম রাখবে তারা। সেই ক্ষেত্রে কৃষি শিল্প যে কোন ক্ষেত্রেই এক বিশেষ উন্নতি ঘটবে এই 5G পরিষেবা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |