ফোনে দুটো সিম রিচার্জ চালু রাখতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন? তার জন্য রয়েছে আমাদের এই আর্টিকেলটি। এই আর্টিকেলের মাধ্যমে আপনি একদম কম পয়সায় আপনার ফোনের দুটো সিম চালু রাখতে পারবেন। বর্তমান সময় আপনাকে ফোনের একটি সিমের সমস্ত ফিচার যেমন ইন্টারনেট SMS কল চালু রাখতে কমপক্ষে 200 টাকা খরচা করতে হয় দুটো সিম মিলিয়ে 400 টাকা।
বাজারে যে সমস্ত সিম চলছে তারা নিজেদের আলাদা আলাদা রকম ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান রেখেছে। আপনারা হয়তো জানেন না কিন্তু অনেক ছোট প্ল্যান আছে যার মাধ্যমে সিম কে চালু রাখা সম্ভব। সেসব ছোট ক্লান এর খোঁজ আমার দেব আপনাকে।
Reliance Jio: বাজারের সব থেকে কম দামি রিচার্জ উপলব্ধ আছে রিলায়েন্স জিও তে। মাত্র 26 টাকায় 1 মাস ভ্যালিডিটি 2GB ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনি কল মেসেজ এর সুবিধা পাবেন না। আপনি এই রিচার্জ এর মাধ্যমে শুধুমাত্র সিমটিকে চালু রাখতে পারবেন। 26 টাকার পড়ে রয়েছে 62 টাকার প্ল্যান যার মাধ্যমে আপনি একই রকম ইন্টারনেটের সুবিধা পাবেন, 2 GB জায়গায় এবার কোম্পানি দেবে 6GB 1 মাসের জন্য।
BSNL: BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড, এই কোম্পানির সর্বনিম্ন রিচার্জ প্ল্যান এর দাম মাত্র 10 টাকা কিন্তু তা শুধু মাত্র এক থেকে দু দিনের সময়সীমার জন্য। এর থেকে দামি রিচার্জ প্ল্যান হলো 49 টাকার, এই রিচার্জ প্ল্যান এর বৈধতা কুড়ি দিন মাত্র। এই রিচার্জ প্ল্যান এর সাথে আপনি পেয়ে যাবেন 100 মিনিটের ভয়েস কল সাথে 2GB ডাটা।
ফোন থেকেই জানতে পারবেন আপনার বাড়ির গ্যাস চুরি হয়েছে কি না, জানুন কিভাবে?
মোট 34 টি ট্রেন বাতিল করা হলো আগামী 10 দিনের জন্য, নিত্যযাত্রী হলে অবশ্যই দেখে নিন
Airtel: এয়ারটেল সিমে সর্বনিম্ন রিচার্জ প্ল্যান টি হল 99 টাকা। এই রিচার্জের মাধ্যমে আপনি 28 দিনের ভ্যালিডিটি পাবেন, সাথে 99 টাকা টকটাইম ও 200MB ইন্টারনেট ডাটা। এর থেকে নিচে আর কোন রিচার্জ প্ল্যান নেই এয়ারটেল সিমে।
VI: Vodafone + Idea মিলে তৈরি হয়েছে VI. এই সিমের সর্বনিম্ন রিচার্জ প্ল্যান রয়েছে 98 টাকা। দুঃখের বিষয় হল এই প্রানে ভ্যালিডিটির সময়সীমা মাত্র 15 দিন। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আপনি পাবেন 15 দিনের জন্য আনলিমিটেড কল ও 200MB ইন্টারনেট ডাটা। এই প্লেনের সাথে আপনি কোন এসএমএস এর সুবিধা পাবেন না। আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে এর থেকে এক টাকা বেশি 99 টাকা তার মাধ্যমে আপনি 99 টাকার টকটাইম পাবেন সাথে 200mb, সময়সীমা থাকছে 28 দিনের।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |