আপনি লোকাল ট্রেনের নিত্য যাত্রী? আপনাকে দৈনন্দিন অফিস ও বাড়ির যাতায়াত লোকাল ট্রেনের মাধ্যমে করতে হয়? আমাদের আর্টিকেল এর মাধ্যমে জেনে নিন কোন রুটে কোন ট্রেন বাতিল হল। বাড়ি থেকে অফিসের জন্য বের হলেন কিন্তু ট্রেন আর আপনাকে নিতে আসলো না সেই অবস্থা আপনার না হওয়ার জন্য বিস্তারিত পড়ুন।
আজ অর্থাৎ 18 ই নভেম্বর থেকে আগামী 27 শে নভেম্বর পর্যন্ত মোট 34 টি ট্রেন বাতিল করা হয়েছে। বিভিন্ন রুটের কিন্তু সব থেকে বেশি হাওড়া থেকে লোকাল ট্রেন। হাওড়া থেকে বর্ধমান সাথে রয়েছে শিয়ালদা এই রুটের চতুর্থ লাইনের কাজ করার জন্যই এই ট্রেনগুলোকে ক্যানসেল করা হয়েছে। অনেক এক্সপ্রেস ট্রেন আছে যাদের রুট পরিবর্তন করা হয়েছে।
Taruner Swapna Scheme 2022: এই স্কিমের মাধ্যমে সবাই পাবে 10,000 টাকা করে
এই অ্যাপের মাধ্যমের নিজের বাড়ির নিচে কোন মূলধন রয়েছে জানতে পারবেন
হাওড়া থেকে দশটি ট্রেন, শিয়ালদা থেকে রয়েছে দুটি, বর্ধমান থেকে সাতটি, চন্দনপুর ও মশাগ্রাম থেকে চারটি, বারুইপুর থেকে তিনটি, গুরাপ থেকে একটি। এই রোগ গুলির মধ্যে আপনি যদি নিত্যযাত্রী হয়ে থাকেন তবে আগে থেকে অবশ্যই ব্যবস্থা নেবেন। হয়তো অনেক নিত্যযাত্রী সমস্যায় পড়েছে।
শুধু লোকাল ট্রেন নয় অনেক এক্সপ্রেস ট্রেন গুলি তাদের রুট পরিবর্তন করেছে, এবং কিছু ট্রেন বাতিল হয়েছে। ট্রেন গুলি হলঃ দেরাদুন হাওড়া এক্সপ্রেস তার রূপ পরিবর্তন করে ব্যান্ডেল থেকে যাবে, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস, এইসব ট্রেন গুলিকে আলাদা আলাদা রুট থেকে চালানো হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |