রেশন দোকানের নতুন নিয়ম জারি

রেশন দোকানের নতুন নিয়ম জারি হল
রেশন দোকানের নতুন নিয়ম জারি হল

রেশন সামগ্রী চুরির অভিযোগ রয়েছে প্রায় বহু দিন ধরেই। এবার সেই রেশন ব্যবস্থায় চুরি বন্ধ করতে কড়া পদক্ষেপের দিকে এগোচ্ছে রাজ্য সরকার। বহু দিন ধরে রাজ্য সরকার রেশন ব্যবস্থায় সচ্ছতা আনতে চাইলেও অসাধু রেশন ডিলাররা তার বিরুদ্ধে বরাবরই গর্জে ওঠে। এ থেকেই কার্যতো স্পষ্ট যে , তারা অবৈধভাবে রেশন সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত।

সামগ্রী নেয়ার সময় গ্রাহকরা নানাভাবে ঠকে যায়। কখনো দেখা যায় তারা পরিমানের থেকে কম মাল পাচ্ছেন অথবা তাদের ন্যায্য মাল তাদেরকে দেওয়া হচ্ছে না, রেশন থেকে তারা এক লিটার কেরাসিন তেল পেলে বাইরে গিয়ে তা মাপলে ৮০০ কিংবা ৯০০ মিলি লিটার দেখা যাচ্ছে। এসব জিনিস দেখার পর এবার একটু নড়েচড়ে বসেছে সরকার।

খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে দেশবাসীকে রেশন সামগ্রী প্রদান করা হয়। গ্রাহকদের কাছ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ আসছে যে তারা সেই পরিমাণ পাচ্ছে না যে পরিমাণ রেশন সামগ্রী সরকার থেকে তাদের জন্যে বরাদ্দ হয়েছে। সেই চুরি রুখতেই কেন্দ্রীয় সরকার এবার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনতেই প্রতিটি রেশন দোকানে EPOS মেশিনে লাগানোর নিয়ম জারি করেছে।

100 টাকায় ট্রেন্ডিং শীতের পোশাক চান?

দোকানের ইলেকট্রনিক ওজন যন্ত্রের সঙ্গে এই মেশিন লাগিয়ে দেওয়া হবে। সরকার থেকে যে পরিমাণ খাদ্য শস্য তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেই পরিমাণ খাদ্যশস্য তারা পেতে পারে। প্রতিটি রেশন দোকানের জন্য হাইব্রিড মডেল পয়েন্ট অফ সেল মেশিন বাধ্যতামূলক করা হয়েছে, ফলে আর ওজন নিয়ে দু’নম্বরী করা সম্ভব হবেনা অসাধু রেশন দোকানিদের।

সমস্ত ব্যবস্থা গ্রহণের ফলে আসন ব্যবস্থা ওজনের কারচুপি হওয়া থেকে বাঁচার সঙ্গে সঙ্গে যেকোনো ব্যক্তি তার রেশন কার্ড দিয়ে দেশের যেকোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন। তবে অবশ্যই তার ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। রেশন ব্যবস্থায় নেটওয়ার্কের প্রবলেম থাকলেও অসুবিধা হবে না তাদের। কারণ অফলাইন এবং অনলাইন এই দুটি মোডেই ব্যবস্থা রাখা হবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment