শীতকাল মানেই শুরু চুল পড়ার সমস্যা। এর কারণ শীতকাল আসলেই আপনার স্কেলপ শুষ্ক হয়ে যায় যার ফলে হয় খুশকির সমস্যা ও চুল পড়ার সমস্যা। অনেকের আবার স্কেলপ জ্বালাও করে। খুশকির সমস্যা দূর করার এক বহু পুরনো উপায় হলো পিয়াজ এর রস ব্যাবহার। এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা খুব সহজেই খুশকি দূর করে।
রোজ চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এছাড়াও এর আরো অনেক ভালো ভালো গুণ রয়েছে।কিন্তু এই পেঁয়াজের রসের সঙ্গে আরো বেশ কিছু উপাদান ব্যবহার করলে আপনার সমস্যা আরও দ্রুত সমাধান হতে পারে। এবার আমরা একে একে সেগুলি জেনে নেয়ার চেষ্টা করব।
মেথি ও পেঁয়াজ এর রস: এক বাটি জলে দু চামচ মেথির দানা ও পেঁয়াজ এর রস নিন। তারপর সেটিকে সারারাত রেখে দিয়ে সকাল এ উঠে একটি গাঢ় পেস্ট তৈরি করে এটি ব্যাবহার করুন। সপ্তাহে দু-তিন দিন আপনি এটি ব্যবহার করতে পারেন।
পেঁয়াজ এর রস ও অ্যালোভেরা জেল এর মিশ্রণ: অ্যালোভেরা জেল আপনার স্কেলপ এর আর্দ্রতা কমাতে সাহায্য করে। তাই এটি ব্যাবহার করতে পারেন। টু টেবিল চামচ জেলের সঙ্গে তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। সেটিকে চুলের গোড়ায় ভালো করে মেখে দশ মিনিট ওভাবেই রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলুন। অন্তত তিন দিন এই মিশ্রণ লাগালে আপনি ফল পাবেনই পাবেন।
- পরিচয় পত্র KYC না করলে, সরকার বাতিল করবে পরিচয়
- মানুষের শরীরে এত গরম বৃদ্ধির কারনে ভারত চিন কে ছাপিয়ে দিল জনসংখ্যায়
শুধুমাত্র পেঁয়াজের রস ব্যবহার: একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটিকে পেস্ট করে সেটিকে ভালো করে ছেকে রস বের করে নিন। তারপর রসটিকে আঙ্গুলে নিয়ে স্কেলপ এ আলতো মাসাজ করে দিন। এর ফলে রক্ত সঞ্চালন বাড়বে। যা নতুন চুল গজাতে সাহায্য করবে। এটিকে এভাবেই ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করতে পারেন।
স্কেলপ এর কোনরকম সমস্যা থাকলে এবং কোনো রকম চিকিৎসা চললে কখনোই এই টোটকা গুলি ডাক্তারি পরামর্শ না দিয়ে ব্যবহার করতে যাবেন না। এতে হিত এর বিপরীত হতে পারে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |