বর্তমান সময়ে অনলাইনে ব্যাংকের প্রায় সমস্ত কাজ হয়ে যায় কিন্তু তারপরেও বয়স্ক মানুষ আছে যারা নেট ব্যাংকিং এবং মোবাইলের মাধ্যমে এই কাজগুলো করতে পারে না। তাদের জন্য ব্যাংকের ব্রাঞ্চ গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বি আই (RBI) এর নিয়ম নীতি অনুযায়ী জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ নভেম্বরে 10 দিন বন্ধ থাকছে ব্যাংক।
ব্যাংকের বন্ধের কারণে কমপক্ষে 1 থেকে 2 দিন আগে সমস্ত কাজ সেরে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে। আপনারা আর বি আই ব্যাংক এর অফিসের ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন কবে কবে ছুটি রয়েছে এই নভেম্বরে।
- Ram Setu (রাম সেতু) vs Thank God (থ্যাংক গড) বক্স অফিসে কে জিতল?
- Bank of Baroda Recruitment: ভালো বেতনে ব্যাঙ্কের চাকরি, আবেদন করুন
নভেম্বর মাসের ব্যাংকের ছুটির দিন গুলোর লিস্টঃ
১ নভেম্বর ২০২২: কন্নড় রাজজ্যোৎসব/কুট – ব্যাঙ্গালোর এবং ইম্ফালে ব্যাঙ্ক বন্ধ।
৬ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব- আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটোক, গুয়াহালটি , কোচি, পানাজি, পটনা, শিলং-এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ।
১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব – ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।
১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)।
১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
২০ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
২৩ নভেম্বর ২০২২: সেং কুতসানেম – শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।
২৬ নভেম্বর ২০২২: শনিবার (মাসের চতুর্থ শনিবার)।
২৭ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |