আস্তে আস্তে শীত ঢুকছে রাজ্যে। আর শীত মনেই সোয়েটার কিংবা উইন্টার কালেকশন। কিন্তু পকেট বাবজির কথাও তো ভাবতে হবে ! তাহলে কি আপনি আপনার পছন্দের সোয়েটার বা শীতের পোশাক কিনতে পারবেন না ?
আল-বাত পারবেন কলকাতার বেশ কিছু এমন মার্কেট রয়েছে যেখানে আপনি সস্তায় আপনার পছন্দের শীতের পোশাক পেয়ে যাবেন। জেনে নিন কোথায় সেই জায়গা গুলি।
তবে এই সমস্ত জায়গাগুলির যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, এই সমস্ত জায়গায় জিনিসপত্র কিনতে গেলে বিক্রেতারা আপনাকে বেশি দাম বলবেই। তবে সেই দামে কিনেছেন মানে আপনি ঠকেছেন, অবশ্যই দাম দর করে কোয়ালিটি বুঝে তারপর কিনতে হবে।
নিউ মার্কেট: শপিং করতে ভালোবাসেন তাদের একটি প্রিয় মার্কেট এটি। শীত ধরেই আপনি নিউমার্কেটে পাবেন ফ্যাশনেবল শীতের পোশাক ও সোয়েটার। তাই সারা বছরের মতো শীতকালে ও প্রচন্ড ভিড় থাকে এখানে। উলেন কুর্তি থেকে শুরু করে সোয়েটার মাফলার টুপি জ্যাকেট প্রভৃতি সমস্ত কিছুই পাবেন আপনি এখানে। সর্বনিম্ন ৫০, ১০০ টাকা থেকে এখানে দাম শুরু হয়।
গড়িয়াহাট মার্কেট: দক্ষিণ কলকাতার মধ্যে এক উল্লেখযোগ্য মার্কেট হলো এটি। এই গড়িয়াহাট মার্কেটে যে কোন জিনিসই আপনি পেতে পারেন খুব সস্তায়। শীতকালেও তার ব্যতিক্রম নেই। লেদার জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার হুডি সবকিছুই আপনি পাবেন এখানে। আপনি এখানে যেমন দামী সোয়েটারও পাবেন তেমন পাবেন ১০০ থেকে ১৫০ টাকার ও পাবেন। দেখার আগে কোয়ালিটি অবশ্যই চেক করে নেবেন। আপনি এখানে ৫০ টাকা তেও সোয়েটার পেতে পারেন তবে সেগুলি সেকেন্ড হ্যান্ড হতে পারে।
এম জি রোড: কলকাতার সব থেকে বড় উলিন মার্কেট বলতে এটিকেই ধরা হয়। রাস্তার দু’পাশে ঢেলে এখানে বিক্রি হয় শীতের পোশাক। তবে প্রত্যেক জায়গার মতো এখানে একই অবস্থা বিক্রেতারা আপনাকে দাম অনেক বেশি বলবে। তবে আপনাকে দামদর করে তবেই নিতে হবে। ১০০ টাকাতেই সোয়েটার পেতে পারেন আপনি এখানে। তবে অবশ্যই কিনার আগে ভালো করে কোয়ালিটি দেখে নেবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |