১০০ টাকার কয়েন তৈরি হচ্ছে একটি স্মৃতির উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর রেডিও প্রোগ্রাম মান কি বাত ১০০ তম পর্বকে উদযাপন করার জন্য এই ১০০ টাকার কয়েনকে আনা হচ্ছে। এই কয়েনের যাবতীয় সবকিছু শেষের পথে। মন কি বাত ১০০ তম পর্ব এর জন্য বিজেপির এক লাখেরও বেশি বুথে রেডিওতে এই অনুষ্ঠানের পর্ব সম্প্রচারের এর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই ১০০ টাকার কয়েন কি রকম দেখতে হবে?
সাধারণ কয়েনের মতোই এই ১০০ টাকার কয়েনটি হবে গোলাকার। চারটে ধাতু মিলিয়ে এই কয়েন তৈরি হবে। থাকছে রূপা, নিকেল এবং দস্তা, তামা।
সাধারণ কয়েনের মতই অসুখ স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে। তার নিজের সত্যমেব জয়তে লেখা থাকবে এবং দেবনগরই লিপিতে ভারত শব্দটি বামদিকে এবং ইংরেজিতে ইন্ডিয়া ডান দিকে লেখা থাকবে।
এই কয়েনের আয়তন রয়েছে ৪৪ মিলিমিটার।
অশোক স্তম্ভের চিহ্নের সাথে থাকছে মন কি বাত এর ১০০ তম পর্বের প্রতীক যেখানে রেডিও এবং মাইক্রোফোনের ছবি থাকছে প্রতীক হিসেবে ২০২৩ এ তৈরি মাইক্রোফোনের উপরে লেখা থাকছে। এই কয়েনের ওজন হবে প্রায় ৩৫ গ্রাম।
Be a part of the journey of 100 episodes of #MannKiBaat!
— Mann Ki Baat Updates मन की बात अपडेट्स (@mannkibaat) March 29, 2023
Share your inputs with PM @narendramodi for making it memorable. pic.twitter.com/pl8Kfd7V6a
আরও পরুনঃ এই ৫ টি স্কিমের মধ্যে যেকোনো একটি স্কিম থাকলেই ভবিষ্যতে আপনিই রাজা
আরও পরুনঃ NASA Rhessi স্যাটেলাইট ভেঙ্গে মাটিতে পড়ার আশঙ্কা
এর আগেও অনেকবার ১০০ টাকার কয়েন কে বাজারে আনা হয়েছিল তবে কি কারনে? জানুন
অটল বিহারি বাজপেয়ী স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ১০০ টাকার কয়েন কে তৈরি করেছিল।
রাজমাতা বিজয়া রাজের সিনথিয়ার জনবাষীকে ১০০ টাকার কয়েন তৈরি হয়েছিল।
এমজি রামচন্দ্রের শতবর্ষ তে, মহারানা প্রতাপের ৪৭৬ তম জন্মবার্ষিকীতে।
এর আগে মোট পাঁচবার ১০০ টাকার কয়েন কে বাজারে আনা হয়েছিল, ২০১০,২০১১,২০১২,২০১৪ এবং ২০১৫ সালে ১০০ টাকার কয়েন তৈরি হয়েছিল।
এই ১০০ টাকার কয়েন আসছে আগামি ৩০ শে এপ্রিল।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |