ব্যাংক বন্ধ: দরকারি কোন কাজে ব্যাংকে গেলে বাড়ি ফিরে না আসতে হয় সে বিষয়ে খেয়াল রাখুন আগে থেকেই। সামনের মাসে অর্থাৎ মে মাসে বন্ধ থাকছে ১১ দিন। এটি সারা ভারতবর্ষে নয় কিছু কিছু রয়েছে যেগুলো আঞ্চলিক ছুটি এবং কিছু রয়েছে দেশজুড়ে ব্যাংক ছুটি। দ্বিতীয় শনিবার ও রবিবার এই ১১ দিনের মধ্যে ধরা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিশিয়াল সাইটে রাজ্যের হলিডে লিস্টগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই ১১ দিন। আসুন দেখে নেওয়া যাক সারা ভারতবর্ষের এবং আঞ্চলিক মে মাসের ছুটি গুলির তালিকা:
- ১ মে – মে দিবস – বেনাপুর ব্যাঙ্গালুরু চেন্নাই গুয়াহাটি হায়দ্রাবাদ কচি কলকাতা মুম্বাই নাগপুর পানাজি পাটনা এবং ত্রিবান্দ্রম এই জায়গাগুলির ব্যাংক বন্ধ থাকবে।
- ৫ মে – বুদ্ধ পূর্ণিমা – আগরতলা আইজল বিলাপুর ভোপাল চন্ডিগড় দেরাদুন জম্মু কানপুর কলকাতা মুম্বাই নাগপুর দিল্লি রাঁচি রায়পুর শ্রীনগর শিমলা এই জায়গা গুলির ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৭ মে – রবিবার – ভারতবর্ষের সমস্ত ব্যাংক বন্ধ
- ৯ মে – রবীন্দ্র জয়ন্তী – কলকাতার সমস্ত ব্যাংক বন্ধ সাথে কলকাতার আঞ্চলিক ব্যাংক বন্ধ থাকতে পারে।
- ১৩ মে – দ্বিতীয় শনিবার – ভারতবর্ষের সম্পূর্ণ ব্যাংক বন্ধ।
- ১৪ মে – রবিবার – ভারতবর্ষের সমস্ত ব্যাংক বন্ধ।
- ১৬ মে – সিকিম প্রতিষ্ঠা দিবস – গ্যাংটক এবং গ্যাংটকের পার্শ্ববর্তী অঞ্চল গুলির ব্যাংক বন্ধ থাকবে।
- ২১ মে – রবিবার – ভারতবর্ষের সমস্ত ব্যাংক বন্ধ।
- ২২ মে – মহরানা প্রতাক জয়ন্তী – সিমলার সমস্ত ব্যাংক বন্ধ।
- ২৭ মে – মাসের শেষ শনিবার – ভারতবর্ষের সমস্ত ব্যাংক বন্ধ।
- ২৮ মে – রবিবার – ভারতবর্ষের সমস্ত ব্যাংক বন্ধ।
আরও পরুনঃ আমেরিকান কোম্পানির মতো ভারতের এই কোম্পানিগুলি কর্মী ছাটাই করবে
অনলাইনের মাধ্যমে যে কাজগুলো সারতে পারবেন দেখুন:
আপনি অনলাইনের মাধ্যমে আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকলে অথবা এটিএম কার্ড থাকলে টাকা ডিপোজিট করা এবং টাকা তোলা দুটোই সহজভাবে হয়ে যাবে ব্যাংক বন্ধ থাকা সত্ত্বেও। ব্যাংকের সরকারি ওয়েবসাইটগুলি খোলা থাকবে আপনি তার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার কেওয়াইসিও সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
আরও পরুনঃ এই প্রকল্পে ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন! কিন্তু কিভাবে?
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |