১৫ দিনে নার্স ও ৩ বছর ডিপ্লোমা তে ডাক্তার, সাধারণ জনতা এবার কি সত্যিই বিপদের মুখে?

15 day nurse 3 year diploma Doctors annouced by Mamata Bannerjee
15 day nurse 3 year diploma Doctors announced by Mamata Bannerjee

বৃহস্পতিবার নবান্নের সংবিধানিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রাখেন এবার ১৫ দিনের ট্রেনিংয়ে নার্স নিয়োগ হবে আর তিন বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা হবে। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী এও বলেছেন, নার্সদের কাজ এমনকি স্যালাইন দেওয়া, ইনজেকশন করা, প্রেসক্রিপশনের লেখা ওষুধগুলি ঠিকঠাক দেওয়া এ আর এমন কি, মাত্র ১৫ দিনের ট্রেনিং এ এই নার্স নিয়োগ করা যাবে।

তিনি আরো জানিয়েছেন যারা অরিজিনাল ডাক্তার তাদের অনেক লেখাপড়া করতে হয় , পরীক্ষা দিতে হয়। এরপর একজন ডাক্তার হয়। এটি অনেক সময় সাপেক্ষ। বর্তমানে অনেক স্বাস্থ্য কেন্দ্র বৃদ্ধি পাওয়ায় নার্স ও ডাক্তারের ঘাটতি দেখা দিয়েছে। তাই তিন বছরের ডিপ্লোমা কোর্স এবং ১৫ দিনে নার্স নিয়োগ চালু করলে এই ঘাটতি মেটানো যাবে। যেসব নার্সদের অবসর নিতে এখনো ৫ থেকে ১০ বছর বাকি রয়েছে তাদেরকে সেমি ডাক্তার করা হবে।

আরও পরুনঃ নতুন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল, আপনি এর মধ্যে থাকলে কি করবেন?

এই প্রস্তাবগুলি কার্যকর করার জন্য এটি কমেডি গঠন করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির নেতৃত্ব দেবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার ও নার্সের পরামর্শ নিতে বলেছেন। অনেক বেশি নার্সিং ট্রেনিং কলেজ তৈরি করার পরামর্শ দিয়েছেন মমতা এবং ডাক্তারদের জন্য ডিপ্লোমা কোর্সে করছো চালু করছেন।

আরও পরুনঃCyclone Mocha: এই নতুন ঝড়ের নাম Mocha কেন রাখা হলো?

মুখ্যমন্ত্রীর এই অবৈজ্ঞানিক প্রস্তাবকে চিকিৎসক কমিটিরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। একজন নার্স বা একজন ডাক্তার হতে গেলে অনেকটা পড়াশোনার প্রয়োজন হয়। সেটা কিভাবে ১৫ দিনে সম্পূর্ণ করা সম্ভব? জবাব চেয়েছেন চিকিৎসক কমিটি। ভারতবর্ষে একজন এমবিবিএস ডাক্তার পড়াশোনার শেষ করতে সময় লাগে ৫ বছর। সেখানে অসম্পূর্ণভাবে কিভাবে ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা যায়? প্রশ্ন তুলেছে চিকিৎসক মহল।

সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকার পুলিশ নিয়োগের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার কাজ চালাচ্ছেন কিন্তু সে ক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে এরকম গাফিলতি? সিভিক ডাক্তার দিয়ে কাজ চালানো সম্ভব নয়। যদি এই সিদ্ধান্ত কে কার্যকারী করা হয় তবে বাংলায় কেউ চিকিৎসা না করে বাইরের রাজ্যে জেতে হবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন