বন্দে ভারত: ভারতবর্ষের ট্রেনের গুরুত্ব কতটা তা আপনারা ভালো করেই জানেন। প্রতিদিন প্রায় ১০ হাজারের বেশি ট্রেন কে চালানো হয় সাধারণ মানুষের চলার জন্য। তাতে নিত্যযাত্রী থাকে কোটি কোটি মানুষ। ট্রেন ভারতবর্ষের একটি গর্বের বিষয়। সব থেকে বড় রেল সংস্থা ভারতের নামেই রয়েছে। সেই কারণে নতুন কোন আধুনিক ট্রেনে যাতায়াত করা ও দেখতে পাওয়া ভারতবর্ষেদের কাছে একটি কৌতূহলের বিষয়। পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রওনা করেছিল। সপ্তাহে এটি ৬ দিন যাতায়াত করে। হাওড়া থেকে সকাল ৫:৫৫ মিনিট থেকে দুপুর ১:২৫ মিনিটের মধ্যে পৌঁছে দেয়। এই ট্রেনে ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে রাজকীয়।
তবে অনেকদিন ধরেই পূর্ব ও দক্ষিণ ভারতীয় রেল আবেদন করছে নতুন বন্দে ভারতের জন্য। মানুষের মধ্যে কৌতুহল রয়েছে নতুন বন্দে ভারত পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত চলবে। বর্তমানের কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে শিয়ালদা থেকে একটি ট্রেন নতুন রূপে আসবে যার নাম দেওয়া হচ্ছে বন্দে ভারত মেট্রো। এই ট্রেন শিয়ালদা থেকে ১০০ কিলোমিটারের মধ্যে যাতায়াত করবে দিনে পাঁচবার। এই ট্রেনের রুট হবে কৃষ্ণনগর থেকে শিয়ালদা।
দ্বিতীয় যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে সেটি হাওড়া থেকে পুরী বারাণসী বা কটক এই রুটের জন্য নয়। হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত বন্দে ভারতের নতুন আগমন হতে চলেছে। তার কোন সঠিক তারিখ জানা যায়নি।
আরও পরুনঃ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রীর এক বড় ঘোষণা
আরও পরুনঃ অক্ষয় তৃতীয়া তে এই কয়েকটা জিনিস বাড়িতে থাকলে ঘোর অমঙ্গল
তবে চিন্তার বিষয় হল বিহারে অনেক গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও হাওড়া থেকে পাটনা পর্যন্ত এই অত্যাধুনিক ট্রেন কে চালু করা হবে। আশা করা যাচ্ছে বিহার এই ট্রেনের মর্যাদা দিতে পারবে। হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যে ট্রেন চালু হয়েছিল তার প্রথম দিনে অনেক ইট মারার ঘটনা ধরা পড়েছিল। ধারণা করা হয়েছিল ইটগুলি ছোরা হয়েছে বিহারের দিক থেকে। আগামীতে হাওড়া থেকে বিহারের এই নতুন বন্দে ভারত এর জন্য কি অপেক্ষা করছে?
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |