DNA india : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর মাধ্যমে জানা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরপর তিনদিন প্রাইভেট ব্যাংক ও পাবলিক ব্যাংক সমস্ত বন্ধ থাকবে।
এই ছুটির কারণ প্রধানত তিনটি গণেশ চতুর্থী কারমা পূজা এবং ওনাম।
আর বি আই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ছুটির ব্যাপারে প্রকাশ করেছে।
1st September:
আজকের দিনে রয়েছে গণেশ চতুর্থী, আজকের দিনে প্রধানত ৯ টি শহরে গণেশ চতুর্থীর জন্য ছুটি থাকছে, নয়টি শহরের নাম নিচে দেওয়া হল: আমেদাবাদ বেলাপুর ব্যাঙ্গালোর ভুবনেশ্বর চেন্নাই হায়দ্রাবাদ বোম্বাই নাগপুর এবং পানাজি।
6th September:
আজকের দিনে রয়েছে কর্ম পূজা। কর্মপূজা সাধারণত ওরাও সাতালি এবং নাগপুরি উপজাতিদের আদিবাসীদের মধ্যে পালিত হয়। উৎসবের মূলত প্রধান স্থান গুলি হল ঝাড়গ্রাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে। সেই দিনগুলিতে সাধারণত ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এর ব্যাংক গুলি বন্ধ থাকবে।
7th September:
ওনাম একটি প্রাচীন সভ্যতার উৎসব। মহান রাজা মহাবীর কারণে এই উৎসবটি পালিত হয়। সাধারণত এটি দক্ষিণের দিকে পালিত হয়।
- অনন্যা পান্ডে ট্রোল হচ্ছে ! ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
- বোল্ড সেলিব্রিটিদের কিছু ট্রেন্ডিং বোল্ড ফটো
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশaনটি অবশ্যই Allow করে দেবেন।