প্রধানমন্ত্রী নতুন একটি প্রকল্প লঞ্চ করবে যার নাম রোজগার মেলা। এ বছরের জুন মাসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণা করেছিলেন আগামী দেড় বছরের মধ্যে প্রায় 10 লক্ষ চাকরির প্রদান করা হবে যুবক-যুবতীদের। এর মাধ্যমে বর্তমান সমাজের উন্নতি দেখা যাবে। যুবক-যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা বর্তমানে কর্মসংস্থান, আশা করা যাচ্ছে এর মাধ্যমে ভবিষ্যৎ সময় কিছুটা হলেও ঠিক হবে।
PM Modi will launch Rozgar Mela, the recruitment drive for 10 lakh personnel, on October 22 at 11 am via video conferencing. During the ceremony, appointment letters will be handed over to 75,000 newly inducted appointees. PM will also address these appointees on the occasion pic.twitter.com/LGUazSexQg
— ANI (@ANI) October 20, 2022
আগামী 22 তারিখে প্রধানমন্ত্রী নিজে অনলাইন কনফারেন্সের মাধ্যমে নতুন প্রকল্প রোজগার মেলা চালু করবেন। এর মাধ্যমে 10 লক্ষ চাকরি প্রদান করা হবে। 22শে অক্টোবর সকাল 11 টায় প্রধানমন্ত্রী এই নতুন প্রকল্পের প্রথম পার্টে 75000 যুবক যুবতীদের চাকরি প্রদান করবেন।
নতুন কোন প্রকল্পের মাধ্যমে ভারতের যুবক-যুবতীরা যদি ভাল কাজের সন্ধান পায় তবে ভারতের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রুপ এই গ্রুপ বি এবং গ্রুপ সি এ তিন বিভাগে কর্মী নিয়োগ হবে। যেমন- কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনোস, পিএ, আয়কর পরিদর্শক, এমটিএস।
এই নতুন পদক্ষেপ রোজগার মেলা এর মাধ্যমে যে কর্মীরা নিয়োগ হবে, সেই নিয়োগের প্রধান বোর্ড হল UPSC (ইউপিএসসি) SSC (এসএসসি) ও RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড)। এই প্রকল্প যথাসম্ভব চালু করার জন্য কাজ শুরু করা হয়েছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |