মোদি সরকার DA নিয়ে ঘোষণা করেছিল দুর্গাপূজার আগেই। DA বৃদ্ধির পরে বর্তমানে সরকারি কর্মচারীরা আবেদন করছে ফিটমেন্ট ফ্যাক্টর (7th Pay Commission Fitment factor) বৃদ্ধির জন্য। সাধারণত এটি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য লাঘু। আশা করা যাচ্ছে এই বছর অর্থাৎ 2022 এর শেষ কয়েক মাসের মধ্যে মোদি সরকার ঘোষণা করবে এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে।
কেন্দ্র সরকার কর্মচারীদের মালামাল হতে বেশি দেরি নেই। মাসিক আয় সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সরকারের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment factor) ৩.৬৮ গুণ বৃদ্ধির আর্জি জানিয়েছে। এর আগে 2016 সালে ফিটমেন্ট ফ্যাক্টর এর পরিমাণ বৃদ্ধি হয়েছিল, যার পরিমাণ ছিল ২.৫৭ গুন।
7th Pay Commission অর্থাৎ সপ্তম পে কমিশন এর মাধ্যমেই সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর এর পরিমাণ বৃদ্ধি পায়। 2016 সালে কোন সরকারি পদের বেতন যদি ৬০০০ টাকা মাসিক হয়, তবে তা বৃদ্ধি পেয়ে ১৮০০০ টাকা পর্যন্ত গিয়েছিল। বর্তমানে সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি মোদি সরকার মেনে নিলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একলাফে ৮০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। ন্যূনতম বেতন যদি ১৮০০০ টাকা মাসিক হয় তবে সেটি বর্তমানে ২৬০০০ এ এসে পৌঁছাবে।
2 লক্ষ টাকা জমা করে পান প্রায় 15700 টাকা করে সুদ, কিভাবে পাবেন?
এই ব্যাংকে টাকা থাকলে তুলেনিন এখনি, RBI বন্ধ করতে চলেছে এই ব্যাংক গুলি
যাদের ১৮০০০ টাকা বেসিক বেতন রয়েছে তাদের বেতন বৃদ্ধি পেয়ে হবে ২৬,০০০ টাকা। তারপরে ফিটমেন্ট ফ্যাক্টর এর পরিমান দাবি অনুযায়ী হলে ২৬০০০*৩.৬৮ = ৯৫,৬৮০। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্য খুলতে চলেছে। সরকার আপনাদের পকেট ভরিয়ে ছাড়বে আশা করা যাচ্ছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |