আধার কার্ড লক আনলক করুন ঘড়ে বসে, জালিয়াতি থেকে বাঁচুন | Aadhaar Card Lock Unlock

Aadhaar Card Lock Unlock
Aadhaar Card Lock Unlock

Aadhaar Card Lock Unlock: আধার কার্ড বর্তমানে ভারতবর্ষের নাগরিকদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পরিচয়।  আধার কার্ড ছাড়া এখন ফোন এর সিম ব্যবহার করা থেকে শুরু করে ব্যাংকের একাউন্ট এবং পেনশিয়ান যাবতীয় অফিশিয়াল কোন  কাজ সম্ভব নয়।  দিনের পর দিন আধার কার্ড যত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ততই বাড়ছে আধার কার্ড জালিয়াতি। সাইবার ক্রাইম হচ্ছে এই আধার কার্ড নিয়ে। একজনের আধার কার্ডের ডিটেলস অন্য আরেকজনকে বিক্রি করা হচ্ছে এবং সেই ডকুমেন্ট এর মাধ্যমে কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে কারণ কোন  ধারণা নেই। 

আপনি হয়তো জানেন না আপনার আধার কার্ডের নম্বর দিয়ে নতুন কোন ব্যাংক একাউন্ট খোলা হয়েছে নতুন কোন সিম চালু করা রয়েছে। সেইসব একাউন্ট  ফোনের সিম এর মাধ্যমে কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে জানলে হয়তো অবাক হবেন। আপনারা যারা একটু টেকনোলজি বিষয়ে খোঁজ খবর রাখেন ও ফোন ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে জানেন তাদের জন্য এটি একটি বিশেষ ঘোষণা। 

আধার কার্ড অর্থাৎ UIDAI ( Unique Identification Authority of India ) এর অফিসের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার আধার কার্ড লক এবং আনলক করতে পারবেন ঘরে বসেই। শুধুমাত্র এর জন্য প্রয়োজন আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক। কারণ এই সম্পূর্ণ কাজটি করা হবে আধার ওটিপি- র মাধ্যমে।

আমাযন থেকে ১,৩৪,০০০ টাকার iPhone মাত্র ৯৬,০০০ টাকায় কিনতে চান?

এক ধাক্কায় বেতন বাড়বে ৮০০০ টাকা, কিন্তু কাদের? | 7th Pay Commission Fitment factor

Aadhaar Card Lock Unlock কিভাবে করবেন?

আধার কার্ড লক এবং আনলক (Aadhaar Card Lock Unlock) করার জন্য আপনাকে কিছু পদক্ষেপ মানতে হবে। আপনি যখন নিজে আপনার আধার কাটের ডকুমেন্ট এক্সেস করবেন আবার তখন আপনি নিজেই আনলক করে নিতে পারবেন আপনার নিজের আধার কার্ড, ফলে সেই বিষয়ে কোনো চিন্তার কোন কারণ নেই।

যখন আপনি কোন অফিসের কারণে বা বায়ো ডাটা হিসেবে পরিচয় পত্র দেওয়া যাবতীয় কারণে কারোর কাছে আধার কার্ড জমা করলে আপনি সেখানে মাক্স আধার কার্ড ব্যবহার করতে পারেন। মাক্স আধার কার্ডের মাধ্যমে আপনার আধার কার্ডের লাস্টের চারটি সংখ্যা অন্য কোন ব্যক্তি জানতে পারবে না। এই পদ্ধতির মাধ্যমে আপনি কিছুটা হলেও আধার কার্ড জালিয়াতির থেকে দূরে থাকতে পারবেন। 

Aadhaar Card Lock Unlock:

  • প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসের ওয়েবসাইট- https://uidai.gov.in/, এখানে যেতে হবে। 
  • দ্বিতীয়ত আপনাকে আপনার আধার কার্ড অর্থাৎ মাই আধার কার্ড অপশন এ ক্লিক করে নিজের আধার কার্ড টি ওপেন করতে হবে।
  • তৃতীয়ত আপনাকে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস লক এবং আনলক  অপশনটিতে ক্লিক করতে হবে।
  • চতুর্থত আপনাকে আপনার আধার কার্ডের 12 টি সংখ্যার নাম্বার লিখতে হবে এবং নিচে ক্যাপচা কোড টি একই রকম ভাবে লিখে ওটিপি সেন্ড করতে হবে।
  • পঞ্চম পর্যায় আপনার ফোনে যে নাম্বারের সাথে আঁধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেই নম্বরে আসবে একটি ওটিপি ওটিপি ওয়েবসাইটে যথাযথ পূরণ করে তৎক্ষণাৎ আপনার আধার কার্ড লক এবং আনলক করে নিতে হবে।

সতর্ক হোন, সজাগ থাকু্‌ন, আধার কার্ড জালিয়াতি থেকে বাঁচুন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment