ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হলো আধার কার্ড। আধার কার্ড ছাড়া ব্যাংকের কাজ থেকে শুরু করে কোন অফিসিয়াল কাজে জায়গা পাওয়া যায় না। আধার কার্ড ছাড়া বর্তমানে কোন প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।
অফিসিয়াল আধার অথরিটি ইউআইডিএআই ( UIDAI ) এর তরফ থেকে জানা গিয়েছে যাদের আধার কার্ডের বয়স দশ বছরের বেশি হয়ে গেছে তাদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। পুরনো আধার কার্ড ে কোন কাজ হবে না কোন অফিস আদালতের কাজে গেলে তাকে বাতিল করে দেয়া হবে। এর পিছনে মেন কারণ মানুষের বর্তমান ফটোকে আপডেট করা কারণ ১০ বছর আগে মানুষের মুখ একটু হলেও অন্যরকম ছিল। সাথে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা। আপডেট করার মাধ্যমে আধার কার্ডের সিকিউরিটি বৃদ্ধি পাবে।
১৪ই জুন ২০২৩ এর আগে ১০ বছরের পুরন ও তারও বেশি আধার কার্ডকে সম্পূর্ণরূপে আপডেট করলে সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। তারপরে আপডেট করতে প্রায় খরচা হতে পারে ৫০০ টাকা প্রতি আধার কার্ড। ৫০ টাকার বিনিময়ে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে আপনি আধার কার্ড এর সাথে ফোন নাম্বার অ্যাড করা থেকে শুরু করে ফটো চেঞ্জ করা ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবেন।
আরও পরুনঃ এই প্রকল্পে ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন! কিন্তু কিভাবে?
আরও পরুনঃ স্বাস্থ্য সাথী কার্ড করেছেন অনেকদিন আগে? বর্তমানে নাম আছে তো জানবেন কি করে?
আপনি যদি বাড়ি থেকে অনলাইনে আবেদন করেন তবে তার জন্য মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিংক হওয়া গুরুত্বপূর্ণ। তারপর আপনি আধার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য আপডেট করতে পারবেন এবং ৫০ টাকার বিনিময়ে নতুন পিভিসি আধার কার্ড অর্ডার করে নিতে পারবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |