আধার কার্ড লিংক নিয়ে নতুন আপডেট, নেই কোন বাধ্যবাধকতা

Aadhaar Card Link New Update
আধার কার্ড লিংক নিয়ে নতুন আপডেট

আধার কার্ড লিংক নিয়ে অনেকদিন ধরেই মানুষের মধ্যে রয়েছে সরগল। কিছুদিন আগে সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক নিয়ে জারি করেছিল বাধ্যকতা। এর পিছনে অনেক কারণ রয়েছে। শেষ পর্যন্ত জরিমানা দিয়ে অনেককে আধার ও প্যান কার্ডের মধ্যে লিংক করতে হয়েছে।

বর্তমানে জানা গেছে আধার কার্ড ও ভোটার কার্ডের মধ্যে লিংক করা। সরকার তার জন্য সময় দিয়েছিল তবে তা আবারো বাড়ানো হয়েছে। শেষ তারিখ ছিল ২০২৩ এর ৩১ মার্চ। বর্তমানে সরকারের থেকে বিরাট ঘোষণা আধার কার্ড ও ভোটের কার্ডের লিংক বাধ্যবাধকতা নেই। নাগরিকরা স্বেচ্ছায় লিংক করাতেও পারে নাও করাতে পারে। লাগছে না কোন অতিরিক্ত জরিমানা। তবে লিঙ্ক করানো থাকলে অনেক ধরনের সুবিধা থাকতে পারে নামের পরিবর্তন ঠিকানোর পরিবর্তন আরও ইত্যাদি।

আপনি ভোটার কার্ড ও আধার কার্ড চার রকম ভাবে লিংক করাতে পারবেন বাড়িতে বসে কিভাবে দেখে নিন

আরও পরুনঃ টাকার সংখ্যা লেখার সময় /- এই চিহ্ন কেনো দেওয়া হয়?

আধার কার্ড ও ভোটার কার্ড বাড়ি বসে লিঙ্ক করার পদ্ধতি:

আপনি চার রকম ভাবে? আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিংক করাতে পারবেন অনলাইন এবং অফলাইন দুই রকম রয়েছে।

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে aadhar card ও ভোটার কার্ড লিংক করা সম্ভব। প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ NVSP খুলতে হবে আপনার আগে থেকে তৈরি হওয়া পাসওয়ার্ড এবং আইডি থাকলে সেটি দিয়ে ক্যাপচা করুন ফিল করে লগইন করুন যদি না থেকে থাকে তবে রেজিস্টারে নিউ ইউজার অপশনে ক্লিক করুন এবং আপনার ডিটেলস দিয়ে সাবমিট করে আইডি পাসওয়ার্ড কালেক্ট করে নিন। লিংক করতে ফরম নম্বর 6B অপশনে ক্লিক করুন। আপনার ডকুমেন্ট জোগাড় করে সাবমিট করুন আপনার একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে যেটিকে অন্য একটি জায়গায় লিখে রাখবেন। এটির মাধ্যমে আপনি ভবিষ্যতে চেক করতে পারবেন।

আরও পরুনঃ ভালো ক্রেডিট স্কোর চাই? রইল কিছু টিপস

SMS এর মাধ্যমে আপনি আদার ও ভোটার কার্ডের লিংক করাতে পারবেন। এর জন্য আপনাকে ১৪৬ বা ৫১৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। লিখতে হবে ECILINK<SPACE><EPIC NUMBER><AADHAAR NO>

আপনার ফোনে এপ্লিকেশনের মাধ্যমে আপনি লিঙ্ক করাতে পারবেন আধার ও ভোটার কার্ড। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ভোটার হেল্প লাইন অ্যাপ। পরের অপশনে বেছে নিতে হবে ফ্রম নম্বর 6B। বাকি যতটা কমেন্ট চাইবে সেভ করুন ওটিপি আসবেন সেটাকে দিন ক্যাপচা কোড ফিলাপ করুন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন