Agnipath Scheme: অগ্নিপথ স্কিমের ব্যাপারে আপনারা হয়তো সবাই জানেন যারা দেশের আর্মি এবং খবরের ব্যাপারে খোঁজ রাখেন তারা এই ব্যাপারে অবগত রয়েছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই একই নতুন নিয়ম আসতে চলেছে যার ভিতরে বয়সের পরিবর্তন দেখা যাবে।
Agnipath Scheme নিয়ে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিরোধিতা করতে দেখা যায় কিন্তু ভারতের আর্মি, নৌ সেনা এবং যুদ্ধবিমান তিন পথেই অগ্নিপথ স্কিম এর মাধ্যমে নিয়োগ হবে। অগ্নিপথ স্কিম এর মাধ্যমে অল্প বয়সী ছেলেরা চার বছরের জন্য দেশের সেবায় নিয়োগ হবে। নতুন ফ্রম কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে দিয়ে দেয়া হবে তার জন্য মাঝে মাঝেই চেক করতে থাকবেন। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া থাকবে।
Agnipath Scheme: এই নতুন ধরনের স্কিন মাধ্যমে ভারতীয় সেনাদের আলাদা রকমের বেনিফিট দেওয়া হয়। চার বছরের জন্য ভারতীয় সেনায় নিযুক্ত থাকলেও তার পরে তার জন্য রয়েছে ভালো সুযোগ। ভারত সরকারের কাছে বেতন ও পেনশন এর মত ভারী কাজের ফলে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আছে তার ফলেই এই সিদ্ধান্ত।
সূত্র অনুসারে জানা যাচ্ছে সামনেই 46000 অগ্নিবীর নিযুক্ত হবে। আবেদন করার পদ্ধতি শুধুমাত্র অনলাইনেই রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট এর মধ্যে নতুন ঘোষণা হবে তার মধ্য দিয়েই আপনারা ইন্সট্রাকশন গুলো জেনে নিয়ে ফরম ফিলাপ করে সাবমিট করবেন।
অগ্নিপথ স্কিমের মধ্যে বয়সের পরিবর্তন করা হয়েছে, 2022 সালের জুন মাসে এই স্কিমের ঘোষণা হয় কিন্তু কার্যকারী হতে হতে সেটি সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে যায়। অফিশিয়াল ভাবে জানা যায় ছেলে ও মেয়ে উভয় 17.5 বছর থেকে 21 বছর পর্যন্ত, 21 বছরের লিমিট বাড়িয়ে সেটিকে 23 বছর পর্যন্ত করা হয়। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স বছরে দুবার অগ্নিবীর এর নিয়োগ করবে।
অগ্নিবীর দের চার বছরের কন্ট্রাক্ট পেপার হবে, যার মধ্যে ছয় মাসের ট্রেনিং এবং সাড়ে তিন বছরের ডিউটি। এদের কঠোর ট্রেনিং করানো হবে তারমধ্যে 25% এরমধ্যে শরীরের ক্ষমতার জোরে জায়গা করে নেবে। যারা বাদ পড়বে তাদের কোনো পেনশনের ব্যবস্থা থাকবে না। এককালীন টাকা পাবে 11.71 লক্ষ টাকা। সূত্র অনুসারে জানা যাচ্ছে এই বছরের সেপ্টেম্বরের হিসেবে 46000 অগ্নিবীর নিয়োগ করা হবে।
অগ্নি বীরদের খাতায় আপনাকে জায়গা করতে হলে কিছু শর্ত রয়েছেঃ
- আপনি অবশ্যই ভারতীয় হতে হবে।
- আপনাকে কমপক্ষে 17.5 বা 18 বছর হতে হবে এবং সর্বশেষ বয়স 23 বছর এর মধ্যে।
- শারীরিক কোনো সমস্যা থাকলে হবে না।
Agnipath Scheme benefits:
অগ্নিপথ স্কিম এর মাধ্যমে ভারতের তিন সেনা বিভাগে নিয়োগ করা হবে। এর ভারতের অনেক অল্প বয়সী ছেলেদের আর্মি ট্রেনিং দেওয়া হবে। অতি অল্প বয়সে দেশের জন্য কাজ করলে দেশের উপর মাহাত্ম্য সৃষ্টি হবে মানসিক ভাবে। আর্মি দের সাথে থাকার কারণে মানসিক দিক চার বছরে আর্মিদের মতই হবে অর্থাৎ মানুষ বেশিরভাগ সময় সততার দিকে যাবে।
Agnipath Scheme এর অগ্নিবীর এ নিযুক্ত হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন?
নতুন ভাবে আবেদন করতে গেলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার তার সরকারি ওয়েবসাইটে এখনো পর্যন্ত এই নোটিশের লিংক পোস্ট করেনি। মাঝে মাঝে চেক করতে থাকবেন এই ওয়েবসাইটটিতে- Click here
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- আপনি চেক করবেন নোটিফিকেশন অপশন বা নিউ আপডেট নামক অপশনে সেখানে নতুন কিছু পোস্ট হওয়া খবর ও লিংক খুজে পাওয়া যাবে।
- নোটিফিকেশনটি ওপেন করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে আসবে আপনার সঠিক ডকুমেন্টের সাথে ফিলাপ করবেন ও সাবমিট করবেন।
- অ্যাপ্লিকেশনের মধ্যে যে সব ডকুমেন্ট স্ক্যান করে দিতে হবে সেগুলি সঠিকভাবে আপলোড করবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |