Agniveer IAF recruitment: অনেকেরই ইচ্ছা থাকে বায়ুসোনার হিসাবে চাকরি করার। অনেকে হয়তোবা সেই জন্য প্রস্তুতিও নিচ্ছেন। তাদের জন্য সুখবর,2023 নিয়োগের জন্য ভারতীয় বায়ু সেনা এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞাপনটি দেখতে আপনাদেরকে যেতে হবে বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in এ।
Agniveer IAF recruitment আবেদন সময়সূচীঃ
বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করার জন্য পোর্টাল খোলা হবে ৭ নভেম্বর ২০২২ বিকেল ৫ টায় এবং শেষ আবেদন করা যাবে ২৩ নভেম্বর, ২০২২ বিকাল ৫ টা পর্যন্ত। এই সময় এর মধ্যে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অবিবাহিত পুরুষ এবং মহিলাদের সুযোগটি দেওয়া হবে। অগ্নিবীর হিসেবে যোগদান করতে চাইলে নির্বাচনী পরীক্ষায় বসতে হবে। ১৮ জানুয়ারি ২০২৩ এ এই পরীক্ষাটি নেওয়া হবে।
তবে কারা কারা আবেদন করতে পারবেন সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা রয়েছে।
Agniveer IAF recruitment বয়সঃ
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২১ হতে হবে।
Agniveer IAF recruitment শিক্ষাগত যোগ্যতাঃ
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, গণিত, পদার্থবিদ্যা ও ইংরেজিতে দ্বাদশ শ্রেণীতে অবশ্যই উত্তীর্ণ থাকতে হবে। ইংরেজিতে ৫০ শতাংশের বেশি নাম্বার থাকা আবশ্যিক। আরো বিস্তারিত জানতে আপনি অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
- ২০১৪ ২০১৭ সালে যারা টেট পরীক্ষায় ফেল করেছিল তারা এই বছর পরীক্ষায় বসতে পারবে, কিন্তু কেন?
- Railways Job Recruitment 2022: রেলের চাকরিতে নিয়োগ হবে ৫৯৬ টি পদে, কিভাবে আবেদন করবেন?
Agniveer IAF recruitment আবেদন ফীঃ
অনেকের মনেই একটি প্রশ্ন আসছে আবেদন করার জন্য আবেদন ফী কত লাগবে? বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফি হিসাবে ২৫০ টাকা লাগবে। যেটি আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে শোধ করতে পারবেন।
Agniveer IAF recruitment নিয়োগ পদ্ধতিঃ
সর্বশেষ প্রশ্ন যেটি সবার মনে থাকতে পারে সেটি হল কীভাবে বাছাই করা হবে? বাছাই পর্ব হবে তিনটি ধাপে। ধাপে আবেদনকারীদের একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হলে দ্বিতীয় ও তৃতীয় ধাপ অনুযায়ী তাদের একটি মেডিকেল টেস্ট করা হবে। এবং সেগুলিতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারলে তবেই তারা যোগদান করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের লিস্ট ২০২৩এ ফেব্রুয়ারি মাসে করা হতে পারে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |