আপনারা হয়তো প্রায় সবাই জানেন বর্তমানে 5G ভারতবর্ষের অনেক শহরেই চালু হয়ে গিয়েছে। শহর ছেড়ে বিভিন্ন গ্রামের মধ্যে 5G নেটওয়ার্ক আসছে। তার মধ্যে JIO সর্বপ্রথম ট্রু আনলিমিটেড 5G ইন্টারনেট অফার চালু করেছে যার জন্য অনেক airtel ও vodafone কাস্টমার JIO তে চলে গিয়েছে। কিন্তু বর্তমানে airtel লঞ্চ করেছে তাদের আনলিমিটেড 5G ডাটা অফার। এই অফারের মাধ্যমে যাদের কাছে 5G ফোন রয়েছে এবং যাদের Airtel আপডেটেড সিম রয়েছে, তারা আনলিমিটেড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।
এই অফারটি প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের কাস্টমারের জন্য রয়েছে। কিন্তু কিছু শর্তাবলী রয়েছে। পোস্টপেইড কানেকশনের বিল জেনারেট হওয়ার সময় আপনি পরের মাসের জন্য আপনার আনলিমিটেড 5G ডাটা অফার ক্লেম করে নিতে পারবেন। যারা প্রিপেইড রিচার্জ করছেন তারা তাদের সর্বনিম্ন আনলিমিটেড প্যাকেজ ২৩৯ টাকা রিচার্জ করতে হবে প্রতি মাসে।
আরও পরুনঃ আবহাওয়া ঠান্ডা হলেই নাক থেকে জল পড়া এবং সর্দি কাশি সমস্যা? ভাইরাল জ্বর আসছে
আরও পরুনঃ বৃষ্টি হলে বাড়িতে বিদ্যুৎ নেই? ফোন করুন এই নাম্বারে
5G ইন্টারনেট এর মাধ্যমে আপনি আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন যার গড় স্পিড ধরা হয় 500 MBPS TO 1 GBPS.
এই অফারের মাধ্যমে এয়ারটেল তার পুরনো কাস্টমার থেকে ফিরে পেতে চাইছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |