Taruner Swapna Scheme 2022: এই স্কিমের মাধ্যমে সবাই পাবে 10,000 টাকা করে

Taruner Swapna
Taruner Swapna Scheme স্কিমের মাধ্যমেই সবাই পাবে 10,000 টাকা করে

Taruner Swapna Scheme 2022: এই স্কিমটি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি প্রচলন করেছে অর্থ অভাব কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য। পড়াশোনার খরচ ও বর্তমান সমাজের চলাফেরার খরচা না সামলাতে পেরে অত্যাধুনিক যুগে অনলাইন পড়াশোনার সাথে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন অথবা ট্যাব এর প্রয়োজন হয়।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পটি গত বছর অর্থাৎ 2021 সালে কোভিড এর সময় প্রচলন করা হয়েছিল। সেই সময় স্কুল কলেজ অফিস সবকিছুই বন্ধ ছিল ফলে অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করা হতো।  সেই সময় অনেক ছাত্র-ছাত্রী পিছিয়ে পড়েছিল তাদের ও মোবাইল ফোন না থাকার কারণে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের মাধ্যমে সেইসব ছাত্র-ছাত্রীদের হাতে 10,000 টাকা করে মোবাইল কেনার জন্য দিয়েছিলেন। সেই প্রকল্প টি তারপর থেকে চলতে থাকছে।

Taruner Swapna স্কিম এর মাধ্যমে ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে শুধুমাত্র  অর্থ অভাবে  চলা ছাত্র-ছাত্রীদের জন্য এই ব্যবস্থা। যেসব ছাত্র ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম একমাত্র তারাই এই স্কিমের মাধ্যমে ও মোবাইলের জন্য 10,000 টাকা করে পাবে।

এই অ্যাপের মাধ্যমের নিজের বাড়ির নিচে কোন মূলধন রয়েছে জানতে পারবেন

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ( MIS ) এর মাধ্যমে আয় করুন প্রতি মাসে ভারি সুদ

Taruner Swapna (‘তরুণের স্বপ্ন’) প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবে ছাত্রছাত্রীরা?

তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য আপনি অনলাইনে কোন ভাবে আবেদন করতে পারবেন না আপনাকে স্কুল থেকেই আবেদন করতে হবে। এর কারণ আপনাকে পশ্চিমবঙ্গ সরকার চালিত কোন স্কুল এর পড়ুয়া হতে হবে। আপনাকে এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা পেতে হলে অবশ্যই আপনাকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের পড়ুয়া হতে হবে। আপনি আপনার স্কুলে ব্যাংক একাউন্ট সহ আরো প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে, স্কুল থেকে দেওয়া একটি ফরম পূরণ করতে হবে। সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরেও আপনাকে ফোন কেনার রশিদ স্কুলে জমা দিতে হবে। 

বর্তমানে জানা যাচ্ছে এই প্রকল্পটির সবার জন্য নয়। যাদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম একমাত্র তারাই এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাবে ফোন বা ট্যাবলেট এর জন্য। আপনি অনলাইন থেকেও এই ফরমটি ডাউনলোড করতে পারবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment