Asha Kormi Recruitment: আশা কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখে নিন

Asha Kormi Recruitment
Asha Kormi Recruitment

Asha Kormi Recruitment: মহিলাদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছি আমরা। যেসব মহিলারা কাজের সন্ধানে রয়েছেন তাদের জন্য আমাদের এই আর্টিকেল। রাজ্যে নিয়োগ হচ্ছে আশা কর্মী। কিভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ হবে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। 

Asha Kormi Recruitment 

শিক্ষাগত যোগ্যতা: আশা কর্মী নিয়োগের জন্য শিক্ষকতা যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। আপনি উচ্চপথে পড়াশোনা করে থাকলে তার কোন সুবিধা পাবেন না এই পদগুলিতে।

বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আপনি যদি তপশিলি জাতি ও উপজাতির হয়ে থাকেন তবে 22 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত আট বছর আগে থেকে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য: এই চাকরির জন্য কোনরকম আবেদন ফ্রি নেওয়া হবে না।

শূন্যপদ সংখ্যা: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মোট 82 জন আশা কর্মী নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি: 

  • প্রথমে আপনাকে অফিসের ওয়েবসাইটে যেতে হবে যার লিংক আমরা নিচে দিয়ে দেব।
  • ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পরে, অফিসিয়াল লিংক থেকে আশা কর্মীর ফর্ম ও নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন। যার লিংক আমরা নিচে দিয়ে দেব।
  • আপনাকে ফরমটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। 
  • আবেদন পদ্ধতি কিছুটা অনলাইন হলেও অফলাইন, প্রিন্ট আউট করা ফর্মটি তে আপনার সমস্ত তথ্য যুক্ত করুন। 
  • আপনাকে জমা দিতে হবে আপনার কাছাকাছি BDO অফিসে।

Asha Kormi Recruitment: ফরমটি জমা দেওয়ার সাথে অনেক কিছু জমা দিতে হবে, তার লিস্ট দেখে নিন

  • মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড এর জেরক্স
  • জন্ম সার্টিফিকেট এর জেরক্স
  • আপনি যে এলাকার বাসিন্দা সেখানকার বাসিন্দা সার্টিফিকেট অথবা রেশন কার্ড। 
  • আশা কর্মীর সম্পন্ন কাজ বিবাহিত অথবা বিধবা দের জন্য, অর্থাৎ এর সাথে প্রয়োজন হবে ম্যারেজ সার্টিফিকেট।
  • আপনি যদি তপশিলি জাতিয় উপজাতির হয়ে থাকেন তবে তার সার্টিফিকেট।
  • মাধ্যমিক পরীক্ষা পাশ করার মার্কশীট ও প্রমাণ পত্র।
  • আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের কালার ফটো। ফটোর ওপরে নিজের স্বাক্ষর রাখবেন।

আরও পরুন~

আবেদনের সময়সিমাঃ 30th Dec,2022

Asha Kormi Recruitment Official linkClick Here

Asha Kormi Recruitment Notice and From linkClick Here

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন