Asia Cup 2022: রবীন্দ্র জাদেজা কে বাদ দিল কেন বিসিসিআই? কে পেলো জায়গা?

Asia Cup 2022
Asia Cup 2022

Asia Cup 2022: আমরা সবাই জানি রবীন্দ্র জাদেজা, খুবই তো প্লেয়ার। তিনি একজন বাঁ হাতি বলার, সাথে ভালো একজন অলরাউন্ডার। তার বাঁ হাতের উইকেটে ডাইরেক্ট নিশানা আমরা সবাই জানি কতটা পারফেক্ট। কিছুদিন আগে ভারত পাকিস্তান এর ম্যাচে তাকে খেলতে দেখা গেছে। কিন্তু সেই মাঝে রবীন্দ্র জাদেজা কে বলার হিসেবে ভালো পারফরম্যান্স করতে দেখা যায়নি। ব্যাটিং করতে এসেও তার পারফরম্যান্স খুব একটা জায়গা পায়নি, অবশ্য সেই ম্যাচে এমন কেউ ভালো রান করতে পারেনি কিন্তু মনের ভিতরে জায়গা নিয়েছিল হার্দিক পান্ডিয়া, তার মাধ্যমেই ভারত আগের দিনের ম্যাচ টি জিতে গেছিল।

কিন্তু বর্তমানে BCCI এর খবরের মাধ্যমে জানা যাচ্ছে রবীন্দ্র জাদেজা কে খেলা থেকে বিরত রেখে তার বদলে মাঠে নামানো হলো আক্সার প্যাটেল কে। কিন্তু এই পরিবর্তনের পেছনে কারণ কি? আগের দিনের পারফরম্যান্সের ফল নাকি অন্য কিছু?

Asia Cup 2022 থেকে বর্তমানে রবীন্দ্র জাদেজা কে কেনো বিরত রাখা হলো?

BCCI এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ডান হাঁটুর অসুস্থতার কারণে খেলায় অংশ নেবেন না রবীন্দ্র জাদেজা। বর্তমানে তাকে বিসিসিআই মেডিকেল স্টাফদের নজরদারিতে রাখা হয়েছে।

অক্সার প্যাটেল, যিনি তার জায়গা নেবেন, তাকে আগে স্কোয়াডের স্ট্যান্ডবাইদের একজন হিসাবে বেছে নেওয়া হয়েছিল এবং শীঘ্রই দলে যোগদানের জন্য দুবাই ভ্রমণ করবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment