PM KISAN: পিএম কিষান সম্মান নিধি যোজনা চালু হয়েছিল ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর নরেন্দ্র মোদীর আমলে। এর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গার ছোট ও মাঝারি কৃষকরা প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে পান। ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের কৃষক ভাইয়েরাই তবে আমরা তাদেরকে যথাযথ মূল্য দিতে পারি না। অনেক কৃষক রয়েছে যাদের ফসল ঝড়ে অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত রোদে নষ্ট হয়ে যায়। ফলে তারা প্রচুর লসের মুখোমুখি হন। ভবিষ্যতে তাদের চাষের জন্য বীজ কিনতে বিপদে পড়তে হয়। এই কারণে প্রতি বছর ভারতবর্ষের প্রচুর কৃষক মৃত্যুর মতো কঠিনতম পথ বেছে নেয়।
এসব বিষয়গুলিকে মাথায় রেখে প্রধানমন্ত্রী এই প্রকল্পকে ঘোষণা করেছিলেন এর মাধ্যমে অনেক কৃষক অর্থনৈতিকভাবে কিছুটা হলেও সাহায্যপ্রাপ্তি হবেন। গত ২৭ এ মার্চে ১১ তম কিস্তি দেওয়া হয়েছিল যা ছিল ২০০০ টাকা। তবে ভবিষ্যতে তা ৪০০০ টাকা করার কথা আছে। যা বছরে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১২০০০ টাকা। আন অফিসিয়াল ভাবে জানা গিয়েছে আগামী জুন মাসের শুরুতে পরের কিস্তির টাকাটা দেওয়া হবে।
টাকা দেওয়া হলেও অনেক কৃষক আছে যারা এই পিএম কিষান যোজনার লিস্টে নিজের নাম খুঁজে পান না। আপনার ছোটখাটো কিছু ভুলের কারণেই এটি হয়ে থাকে।
কি কি ভুল করলে আপনি PM KISAN যোজনা থেকে বঞ্চিত হতে পারেন?
আধার কার্ড: PM KISAN যোজনাতে টাকা পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে ফরম ফিলাপ করতে হবে যার জন্য আপনার আঁধারের সঠিক তথ্য দিতে হবে। বাকি ডকুমেন্টের সাথে আপনার আধার কার্ডের নাম যদি ভুল হয়ে থাকে তবে এই টাকা পেতে আপনার সমস্যা হতে পারে।
আধার প্যান কার্ড: আপনি আঁধার ও প্যান কার্ড সংযুক্ত করুন না করলে কোন প্রকল্পের টাকাই পাবেন না।
আরও পরুনঃ এবার থেকে মোবাইল হারিয়ে গেলে ফিরে পাবেন মাত্র এক ক্লিকে
আরও পরুনঃ আধার কার্ডের সাথে ইমেইল এবং ফোন নাম্বার যুক্ত, করা হলো বাধ্যতামূলক
আধার কার্ড ও ব্যাঙ্ক লিংক: আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের একাউন্টের লিংক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি যেমন ব্যাংকে না গিয়েও টাকা তুলতে পারবেন ঠিক আপনার সঠিক পরিচয়ের জন্য আধার কার্ড প্রয়োজন।
এই ভুলগুলি করলে আপনার PM KISAN যোজনা টাকা পেতে সমস্যা হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই ভুল গুলি ঠিক করে নেওয়ার চেষ্টা করেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |