
বাঙালির দুর্গাপূজা শেষ হতে না হতেই, লক্ষ্মী পূজা প্রধানত পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোতে বেশি আতশবাজির প্রভাব দেখা যায়। পুরো ভারতবর্ষে দীপাবলি অর্থাৎ কালি পুজোতে সবথেকে বেশি আতশবাজির প্রভাব দেখা যাবে আশা করা যাচ্ছে। ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন কলকাতা দিল্লী মুম্বাই, এই জায়গাগুলিতে আতশবাজির কারণে প্রচুর পরিমাণ বায়ু দূষণের সংকট দেখা যায়।
এর আগেও দিল্লি এবং মুম্বাইতে আতশবাজি নিয়ে করা নিষেধ করেছিল কিন্তু তার প্রভাব এমন কিছু দেখা যায়নি। দিল্লির বায়ু দূষণ নিয়ে প্রায়ই বিভিন্ন আর্টিকেল ভিডিওতে দেখা যায়। বর্তমান সমাজে আমরা উন্নত মানের শুদ্ধ অক্সিজেন পাওয়া দুষ্কর ব্যাপার, প্রধানত শহর অঞ্চলের দিকে।
এখন কেন্দ্রীয় সরকার ও আলাদা আলাদা রাজ্যের রাজ্য সরকার চেষ্টা করছে বাজি অর্থাৎ আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করতে। প্রধানত পশ্চিমবঙ্গে আগের থেকে আতশবাজির পরিমাণ অনেক কম দেখা গেছে গত লক্ষ্মী পুজোতে।
বর্তমান সরকার নজরদারী রাখবে অতিরিক্ত শব্দ যুক্ত এবং অতিরিক্ত ধোঁয়া যুক্ত আতশবাজি এর ওপর। পশ্চিমবঙ্গের বাজারে বেশিরভাগ জায়গায় শব্দবাজি নিয়ে একটু ভয় দেখা যাচ্ছে বেশিরভাগ দোকানে চকলেট জাতীয় আতশবাজি দেখা যাচ্ছে না। দোকানের মালিক রা বিক্রি করতে চাইছে না।
সরকারের কথা না মেনে অলিতে-গলিতে শব্দযুক্ত বাজি ফাটতে দেখলে পুলিশ করা শাস্তি ও মোটা জরিমানা করতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পরিবেশকে ভালো রাখার কারণ পরিবেশ ভালো না থাকলে আমরা কখনো ভালো থাকতে পারবো না। অন্তত নিজের কথা ও আপনার পরিবারের কথা চিন্তা করে আতশবাজি থেকে দূরে থাকার চেষ্টা করুন।
অনলাইনের মাধ্যমে আতশবাজি ডেলিভারী করাতে রয়েছে কড়া নিষেধ। যেগুলো খুব কম পরিমাণ ধোয়া ছাড়ে একটি বিশিষ্ট উদাহরণ রয়েছে- ফানুস এক কথায় বলতে গেলে এটি খুবই শান্ত শিষ্ট ভদ্র সমাজের জন্য তৈরি আতশবাজি। ভারত সরকার আতশবাজি নিয়ে যে নিয়ম বার করেছে তা 2023 এর পয়লা জানুয়ারি পর্যন্ত থাকবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |