বন্ধণ ব্যাংকে চাকরি শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ | Bank Recruitment

বন্ধণ ব্যাংকে চাকরি
বন্ধণ ব্যাংকে চাকরি

আপনার অনেকেই রয়েছেন যাদের বর্তমানে কোন না কোন ভাবে ইনকাম সোর্স এর প্রয়োজন।  তার মধ্যে হয়তো আপনিও রয়েছেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক দুই নম্বরি কাজ চলছে।  এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন, বন্ধন ব্যাংকে চাকরি আপনি কিভাবে পাবেন?

বন্ধণ ব্যাংকে চাকরি করতে চান?

অনেক রকম পথ আছে, যেখানে আপনাকে বলা হবে কোনরকম পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আপনি বন্ধন ব্যাংকে অনেক উচ্চ স্তরে চাকরিতে নিয়োগ হতে পারবেন। আপনি হয়তো কাজ জব খোঁজার জন্য প্লে স্টোর থেকে কিছু অ্যাপ ডাউনলোড করেছেন তার মধ্যে অন্যতম হলো জব হে, (Job Hai)  আপনা (Apna) আরো অনেক। ঠিক  এই ধরনের অ্যাপগুলি ফাঁদ পেতে থাকে আপনি কখন এই অ্যাপগুলি তে সাইনআপ করে আপনার নাম আপনার ডকুমেন্ট ও বায়োডাটা জমা করবেন। এই অ্যাপগুলির সর্বপ্রধান ইনকাম সোর্স রয়েছে আপনার ডকুমেন্ট, যেমন ফোন ফটো ঠিকানা আপনি কি করেন এই সব ধরনের বিক্রি করে। 

এই অ্যাপ গুলির মধ্যে আরেকটি বড়োসড়ো সংস্থা যার পুরোটাই ফেক,  সেটি হল কনসালটেন্সি। এই কনফারেন্স থেকে আপনাকে কল করে এমনভাবে বলা হবে আপনি কিছু বুঝতেই পারবেন না। আপনাকে বলা হবে আপনি বন্ধন ব্যাংকের জন্য আবেদন করেছিলেন? আমি বন্ধণ ব্যাংক থেকে আপনাকে ফোন করছি, আপনার বায়ো ডাটা আমাদের অফিস থেকে সিলেক্ট করা হয়েছে, আপনি কি আগামী দিন ইন্টারভিউ দিতে আসতে পারবেন? 

এরা এতটাই অভিজ্ঞতা পূর্ণ হয় আপনি যে কথাটা জিজ্ঞেস করবেন তার ঠিক জবাব সেকেন্ডের মধ্যে তারা দিয়ে দেবে। এক এর ডিজিটাল চোর। আপনি যদি তাদেরকে বলেন আমি আগামী দিন ইন্টারভিউ দিতে আসতে পারছিনা আমি এই কাজে ব্যস্ত রয়েছি, ঠিক আপনাকে পরে ফোন করে বা তখনই বলে দেবে আমাদের ইন্টারভিউ আগামী 5 দিন চলছে আপনার যখন  সময় হবে আসতে পারবেন।

মনে রাখবেন ব্যাংক থেকে কোনদিনও আপনাকে বলা হবে না আপনি কখন আসবেন কি আসবেন না আপনাকে শুধুমাত্র সময় জানিয়ে দেয়া হতে পারে বাকি আপনার ইচ্ছা। 

এদের জালিয়াতি এখনো শেষ হয় না এরপর আপনি যদি সেখানে ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ দেওয়ার সময় যে কখনো কোন ইন্টারভিউ দেয়নি তাদের কেউ এরা সিলেক্টকরে নেয়। আপনাকে এমন করে কথার জালে এরা ফাসাবে এবং বলবে আপনাকে এই ফরম ফিলাপ করতে হবে তার জন্য 1500 বা 2000 টাকা লাগবে।

শুধুমাত্র বন্ধণ ব্যাংকে না আরো অনেক ব্যাংক রয়েছে যাদের মাধ্যমে এরা এই ব্যবসা চালাচ্ছে ও মানুষদের লুটে যাচ্ছে। এইসব কনসালটেন্সি এর মাধ্যমে ইন্টারভিউ গুলো হয় বেশিরভাগ কলকাতা এর দিকে। মনে রাখবেন আপনি যদি কোন সময় এই মানুষদের কোথায় পয়সা দিয়ে দেন তবে কেস করেও কোন লাভ হবে না কারণ নিয়ম অনুসারে আপনি তাকে টাকা দিয়েছেন অর্থাৎ আপনিও জেলে যেতে পারেন ও যাকে টাকা দিয়েছেন সেও জেলে যাবে। 

মনে রাখবেন সঠিক জায়গায় কাজ পাওয়ার তাগিদ আপনার রয়েছে তাদের নয়, আপনাকে তারা তেল মাখাবেনা।  উপরে যে সব অ্যাপ গুলির নাম দেওয়া হলো সেই সব অ্যাপ তৎক্ষণাৎ অ্যাকাউন্ট ডিলিট করে আনইন্সটল করে দিন ফোন থেকে কারণ এরা ডকুমেন্ট বিক্রি করে ইনকাম করছে আপনার মাধ্যমে।

কিছু কনসালটেন্সি এর নাম্বার দেওয়া রইলঃ 8016774368, 9062042811, 7477504908, 7477504816, 9874270224, 9875671568, 9748786032

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment