বন্ধন ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2022, একটি নতুন সুখবর নিয়ে আসছে বর্তমান যুগের যুবক-যুবতী সমাজে। আপনারা যারা সরকারি এবং বেসরকারি চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য এটি খুবই বড় সুখবর। বাড়ি থেকেই অনলাইনে এপ্লাই করতে পারবেন এবং কোন পরীক্ষা ছাড়াই যুক্ত হতে পারবেন বন্ধন ব্যাংকের কর্মচারী হিসেবে। আজ আমার আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন? কতকগুলি পোষ্ট রয়েছে, কত বয়স সীমা থাকা উচিত এবং কি কি কোয়ালিটি কম্পানি চাইছে?
বন্ধন ব্যাংক এর চাকরি ২০২২-২৩ঃ
বন্ধন ব্যাংক তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে তারা এই বছরে কর্মচারী নিয়োগের ঘোষণা করেছেন। এটি একটি বড় সুখবর যারা কোন ব্যাংকিং লাইনে কাজ করতে চাইছেন এবং অনেকদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন। বর্তমানে বন্ধন ব্যাংক তার অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে খুঁজছেন কিছু ট্যালেন্টেড, অভিজ্ঞতাসম্পন্ন, বুদ্ধিমান সম্পূর্ণ কর্মচারীর। এই ব্যাংকে বর্তমানে অনেকগুলি পোস্ট রয়েছে যেমন, Clerk, Assistant, General Administrative, Branch Head, Retail banking আরো অনেক। আপনাকে এর জন্য অতি উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, উচ্চ মাধ্যমিক পাস ও গ্রাজুয়েশন পাস হলেই এই ফর্মে আপনারা আবেদন করতে পারবেন।
বন্ধন ব্যাংকঃ
বন্ধন ব্যাংক, ব্যাংক হিসেবে প্রথমে প্রচলিত ছিল না। 2001 সালে প্রথম একটি ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানির শুরু হয় কলকাতা থেকে এবং এর হেডকোয়ার্টার এখনো পর্যন্ত কলকাতাতে রয়েছে, ভারত 34 36 রাজ্য বন্ধন ব্যাংক এর সার্ভিস চলছে। বন্ধন ব্যাংকের বর্তমান ২.৬ কোটি কাস্টমার রয়েছে। ২০১৫ সালের, ২৩ শে অগাস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ইউনিভার্সাল ব্যাংকিং লাইসেন্স নিয়ে কাজ শুরু হয়। ২০১৫ সাল পর্যন্ত এই কোম্পানির ২০২২ টি ব্যাংকিং ইউনিট, ৫০১ টি ব্রাঞ্চ, এবং ৫০ ATM সেন্টার ছিল। বন্ধন ব্যাংক বর্তমানে ভারতের সবথেকে বৃহত্তম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি।
কর্মসংস্থান | বন্ধন ব্যাংক |
ভ্যাকান্সি | ৫০০০+ |
কাজের প্রকৃতি | প্রাইভেট সেক্টর |
চাকরির অবস্থান | অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার গুজরাট হরিয়ানা প্রদেশ জম্ভু- কাশ্মীর কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মনিপুর মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু ত্রিপুরা উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি চন্ডিগড় পুদুচেরি |
আবেদন করার পদ্ধতি | অনলাইন এবং অফলাইন |
আবেদন করার সময় ( শুরু ) | সক্রিয়ভাবে চালু হয়ে গেছে |
অফিশিয়াল ইমেইল আইডি | [email protected] |
অফিশিয়াল ওয়েবসাইট | Click here Click here |
No. | Name Dept. |
1. | Head: Retail Banking |
2. | In charge: Deposit product and sales |
3. | In charge: credit |
4. | In charge: treasury |
5. | Head: compliance |
6. | Head: risk management |
7. | Head: planning and development |
8. | Head: central processing centre |
9. | Head: general administrative |
10. | CBS & peripheral banking application professional |
11. | IT Infrastructure professionals |
12. | Vendor Management |
13. | Branch Head |
14. | Assistant Branch Head |
15. | Faculty: Learning and Developing |
16. | Branch Banking |
17. | SME and MSME |
18. | Digital Banking |
19. | Clerk |
20. | POs |
21. | Wholesale Banking |
22. | Trade Finance |
23. | Banking Operation |
24.. | Administration/Agri-Business |
25. | Corporate Strategy |
বয়স সীমা:
18 বছরের পর থেকেই আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এই চাকরিতে কিছু আলাদা আলাদা কাজটির জন্য কিছু ছাড় থাকতে পারে সেটি আপনারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
এডুকেশন কোয়ালিফিকেশনঃ
আবেদনকারীদের কমপক্ষে 12 ক্লাস অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে তাছাড়া এই কোয়ালিফিকেশন এ আপনি সব পোস্ট এর জন্য এপ্লাই করতে পারবেন না। যদি আপনি এসব পোস্ট এর জন্য এপ্লাই করতে চান তবে আপনাকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন এর কোর্স কমপ্লিট করা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ
এই চাকরির জন্য কোনরকম পরীক্ষা হবে না সেই কারণে কম্পানি আপনার কাছ থেকে অভিজ্ঞতার সময় জানতে চাইবে। কমপক্ষে আপনাকে 3 বছর থেকে সর্বোচ্চ 15 বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তবে এপ্লাই করতে পারবেন কিন্তু যারা অভিজ্ঞতাসম্পন্ন হবে তারাই সুযোগটা আগে পাবে।
বেতনঃ
এই চাকরির আলাদা বেতন সম্পর্কে কোন ইনফরমেশন দেয়নি, আপনাদের কাছে এই তথ্য তুলে না ধরে আমরা খুবই দুঃখিত।
কিন্তু চিন্তা করার কারণ নেই, ব্যাংকিং এবং প্রাইভেট সেক্টরের কাজগুলি অন্যান্য জায়গা থেকে একটু হলেও বেতন বেশি দেয়।
মেটাভার্স কি? এর সুবিধা এবং অসুবিধা গুলি কি কি?
কোল ইন্ডিয়া লিমিটেড রিকোয়ারমেন্ট 2022 apply now
পোস্ট অফিসে প্রতি মাসে 100 টাকা রেখে পেতে পারেন ৭ লাখ টাকা
বন্ধন ব্যাংকের চাকরির সিলেকশন প্রসেসঃ
- আপনার বায়ো ডাটা
- আপনার প্রোফাইল
- ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সার্টিফিকেট
- ইন্টারভিউ
বন্ধন ব্যাংকের চাকরির জন্য আপনি কিভাবে আবেদন করবেন?
উচ্চমাধ্যমিকে গ্রাজুয়েশনের পর ব্যাংকিং চাকরি গুলি অনেকেই পূরণ করে। যারা Branch Banking,, SME, MSME Banking, Micro Banking এই প্রশ্নের জন্য আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আপনাদের বায়ো ডাটা জমা দিতে পারেন।
যারা অভিজ্ঞতাসম্পন্ন তারা আপনাদের বায়ো ডাটা মধ্যেই আলোচনা করবেন।
নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।