Bank of Baroda Recruitment: ব্যাংকের কাজ করছেন, বাড়িতে পড়াশোনা করে ডিগ্রী জমিয়ে বসে আছেন চিন্তার কোন কারণ নেই ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে দারুন কাজের অফার। এই অফারে ভালো বেতনের সাথে রয়েছে উচ্চ পদে চাকরি। ব্যাঙ্ক অফ বরোদা আইটি ডিপার্টমেন্ট এর জন্য কিছু পদের ঘোষণা করেছে। এই কাজের জন্য আপনাকে কিছু অভিজ্ঞতা অর্জন করে রাখতে হবে আগে থেকে। কম্পিউটার বিষয়ক যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) তে শূন্যপদ গুলির নাম:
ব্যাঙ্ক অফ বরোদা আইটি সেক্টরের পদগুলিতে নিয়োগ চলছে। মোট দশটি আলাদা আলাদা পদ রয়েছে সব মিলিয়ে প্রায় 60 জনের শূন্য পদ রয়েছে। পদ গুলির নাম – Senior Quality Assurance Lead, Quality Assurance Engineer, Junior Quality Assurance Engineer, Senior Developer etc.
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) বয়সসীমাঃ
২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। আলাদা আলাদা পদের জন্য আলাদা রকমের বয়সের পরিমাপ রয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) শিক্ষাগত যোগ্যতাঃ
ব্যাঙ্ক অফ বরোদা তে আলাদা আলাদা পদের জন্য আলাদা রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আপনাকে আগে কোন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের ওপর দক্ষতা থাকতে হবে। গভমেন্ট রেজিস্টার্ড যে কোন কলেজ থেকে আপনাকে কম্পিউটার সাইন্স অথবা B.tech অথবা B.E ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) তে আবেদন ফীঃ
SC, ST, PDW প্রার্থীদের জন্য আবেদন ফী মাত্র ১০০ টাকা, Genaral, OBC, EWS দের জন্য লাগবে ৬০০ টাকা।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) আবেদন পদ্ধতিঃ
- প্রথমে আপনাকে ব্যাঙ্ক অফ বরোদার এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- দ্বিতীয় পর্যায়ে আপনাকে Current opportunity অপশন এ ক্লিক করে বর্তমানের ফ্রম গুলি ভালো করে লক্ষ্য করবেন।
- Apply now অপশনটিতে ক্লিক করার পর আপনাকে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করার পর সাবমিট করে আপনাকে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) আবেদনের শেষ তারিখঃ
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Recruitment) তে আবেদনের শেষ তারিখ গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, শেষ তারিখ ৯ নভেম্বর। Official website link: bankofbaroda.in
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |