AOC 3 Exam Answers | BDP AOC 3 Final Exam Answers 2022
1.চুলরঞ্জকে কোন রঙের জন্য রেসারসিনল ব্যবহৃত হয় ?
উত্তর: – সবুজ
2. নীচের মধ্যে কোনটি শুধুমাত্র জল ফুটিয়ে দূর করা যায় ?
উত্তর : – জলের অস্থায়ী খরতা ।
3. ওজোন স্তর বিনাশের কারণ হলো ?
উত্তর : – ক্লোরোফ্লুওরোকার্বন ।
4. কয়লা বাতাসে জ্বললে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : – কার্বন ডাই – অক্সাইড ।
5. হেনা পাতায় উপস্থিত রঞ্জক পদার্থটির নাম কী ?
উত্তর : – লাইসোন ৷
6. কাঠের অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপাদিত হয় ?
উত্তর : – CO
7. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিবায়োটিক নয় ?
উত্তর : – আইসোলিউসিন ।
8. একটি ডিটারজেন্টের প্রধান উপাদানটি কী ?
উত্তর : – বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের সোভিয়াম লবন
9. কোলগ্যাস বিষাক্ত হয়ে ওঠে এর উপস্থিতির জন্য
উত্তর : – কার্বন মনোক্সাইড ।
10. নিচের কোনটি ( গুলি ) বায়ু দূষণের উৎস ?
উত্তর : – উল্লিখিত সবকটি ।
EHI 3 Exam Answers | BDP EHI 3 Final Exam Answers 2022
SHI 1 Exam Answer | BDP SHI 1 Final Exam Answers 2022
11. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির উপস্থিতিতে কয়লার তাপনমূল্য হ্রাস পায় ?
উত্তর : – অক্সিজেন ।
12. নীচের কোন যৌগটি জারক পদার্থ হিসাবে চুলরঞ্জকে ব্যবহৃত হয় ?
উত্তর : – হাইড্রোজেন পারক্সাইড ।
13. নিচের কোনটি খাদ্য অনুপযোগী তেল ?
উত্তর : – মশিনারীজ তেল ।
14. নিম্নলিখিত কোন প্রক্রিয়াতে জলে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নগুলি জল থেকে দূর করা যেতে পারে ?
উত্তর : – আয়ন – বিনিময় প্রক্রিয়া ।
15. চাষের ক্ষেত্রে , অ্যাসিড বৃষ্টির কুপ্রভাব দূর করতে এবং মাটির pH স্থিতিশীল রাখতে নিম্নলিখিত কোনট ব্যবহার করা যেতে পারে ?
উত্তর : – উপরের সবকটি ।
16. হেয়ার স্প্রে ব্যবহারের খারাপ প্রভাবের ফলে হতে পারে ?
উত্তর : – ফুসফুসের রোগ ।
17. বানিশের তৈরির প্রধান উপাদানটি কি ?
উত্তর : – রেজিন ।
18. জৈব গ্যাসের মূল উপাদানটি হল
উত্তর : – মিথেন ।
19. ভারতের তাজমহল , দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
উত্তর : – অ্যাসিড বৃষ্টি ।
20. কয়লার প্রধান উপাদানিক মৌলটি কি ?
উত্তর : – কার্বন ।
BDP AOC 2 3rd Year Exam Answer 2022 PDF
EBG 7 3RD YEAR FINAL EXAM QUESTION ANSWER
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।