EBG 3 Final Exam Answers | BDP EBG 3 Final Exam Answers 2022

EBG 3 Final Exam Answers
EBG 3 Final Exam Answers

EBG 3 Final Exam Answers | BDP EBG 3 Final Exam Answers

1.রূপ গোস্বামী পূর্বরাগের কয়টি  দশা’র কথা বলেছেন ?

উত্তর : -১০ টি

2.বৈষ্ণব সাহিত্যে কয়টি রস স্বীকৃত ?

উত্তর : – ৫ টি

3.গৌরাঙ্গের শৈশব – ক্রীড়া বৰ্ণন চৈতন্যভাগবতের আদিখণ্ডের কোন অধ্যায়ে আছে ?

উত্তর : – চতুর্থ অধ্যায় |

4.কাকে অভিনব জয়দেব নামে চিহ্নিত করা যায় ?

উত্তর : – বিদ্যাপতি

5.কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ?

উত্তর : – বিজলী |

6.পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই ” — কোন কবিতার অংশ ?

উত্তর : -নারী

7.‘ শতাব্দীর সূর্য আজি ’ কবিতাটি ‘ নৈবেদ্য  কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ?

উত্তর : – ৬৪ সংখ্যক

8.মেঘ আন্ধারী আতি ভয়ঙ্কর নিশী একসরী ঝুরোঁ মো কদমতলে বসী ’ ’ পদটি কোন্ রাগে গেয় ?

উত্তর : – মল্লার

9.গৌরাঙ্গের শৈশব ক্রীড়াবর্ণন আছে পশার চৈতন্যভাগবতের আদি খণ্ডের কোন অধ্যায়ে ?

উত্তর : – চতুর্থ অধ্যায়

10.সাঙ্কমত চড়িলে দাহিণ বাম মা হোহী ” কোন পদকর্তার রচনা ?

 উত্তর : – চাটিল পা

11. রাবণ কাকে সোনার হরিণের রূপধারণ করে সীতার কাছে পাঠিয়েছেন ?

উত্তর : – মারীচ |

12.সোনার তরী কাব্যের প্রকাশকাল কত ?

উত্তর : – ১৮৯৪

13.রবীন্দ্রনাথ – রচিত শেষ কবিতাটি হল ?

উত্তর : – তোমার সৃষ্টির পথ

14.নিম্নোক্ত কোন রচনাটিকে ‘ গাথা ‘ পর্যায়ভুক্ত বলা যায় ?

উত্তর : – মৈমনসিংহ গীতিকা

15.মৃত ব্যক্তির উদ্দেশ্যে লেখা শোকগাথাকে বলা হয় ?

উত্তর : – এলিজি

16.জীবনানন্দ দাশের কাব্যেরচনার পরিসর ?

উত্তর : – ৩৫ বছর

17.জীবনানন্দের কাব্যগ্রন্থ সংখ্যা কয়টি ?

উত্তর : -১১ টি |

18.” পদ্মালয়া পদ্মমুখী সীতারে পাইয়া । / রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া ৷৷ ” — এখানে ‘ পদ্মালয়া ‘ বলতে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর : – লক্ষ্মী

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।