EBG 4 Exam Answers 2022 | BDP EBG 4 Final Exam Answers 2022

EBG 4 Exam Answers 2022
EBG 4 Exam Answers 2022

EBG 4 Exam Answers 2022 | BDP EBG 4 Final Exam Answers 2022

1.কখনও ফুল হইয়া ফুটি নাই । কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত । ‘ –বক্তা কে?

 উত্তর : – কপালকুণ্ডলা

2.সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে মৃণাল আর ফিরলেন না কেন ?

উত্তর : – পিতৃতান্ত্রিক সংসারে মেয়েদের অসম্মান তার অসহ্য হয়ে উঠেছিল

3.‘ আত্মজীবন বিস্মৃত হইব , তথাপি যুবরাজকে বিস্মৃত হইতে পারিব না । – উক্তিটির উৎস নির্দেশ করুন । 

উত্তর : – তৃতীয় খন্ড তৃতীয় পরিচ্ছেদ

4.সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে – ‘ সে ’ বলতে কাকে বোঝানো হয়েছে ?

 উত্তর : – কলকাতা

5.তারিণী সাবি – ঠাকরুণকে মিথ্যা কথা বলিয়াছিল ।’- ‘ মিথ্যাকথা’টি কী ছিল ?

উত্তর : – সুখি সুন্দর

6.কাদের ‘ ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘিরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে ?

উত্তর : – ক্ষেন্তি ও সহায়হরি ।

7.একটা বাজে টাবু ছাড়ার শক্তি নেই , সভ্যতার গর্ব করে ! ‘ — ‘ টাবু’টি কী ছিল?

উত্তর : – গত্রবণে মানুষবিচার

8.জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তো অনেকটা রেহাই দিয়েছে ।’- কাকে উদ্দেশ্য করে এই উক্তি ?

উত্তর : – কুবের ।

9.নন্দদুলাল মিত্রের কী অসুখ হয়েছিল ?

উত্তর : – cerebral tumour with strangulated ganglia

10.এই কথাটা কি মহাব্যোমে লেখা আছে শাশ্বত কালি দিয়ে ? ‘ — কোন্ কথাটা ?

উত্তর : – চুল কালো হলেই সুন্দর ও চামড়া কালো হলেই কুৎসিত উভয়ই ঠিক |

11.এইটেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন । বড় বাধা’টি কী ছিল ?

  উত্তর : – সুকুমারের জন্য সুন্দরী পাত্রী সন্ধান প্রাপ্তি |

12.সহায়হরি শুষ্কস্বরে হা হা করিয়া খানিকটা করিলেন । ‘ শুষ্ক হাস্য হাস্য করিলেন ।শুষ্ক হা -হাস্য’র কারণটি কী ছিল ?

উত্তর : – প্রাচীন আভিজাত্য – গৌরবের বর্তমান অস্তিত্বহীনতায় ।

13.তারই মতটা গ্রাহ্য । তারপর আর সকলের । কোন্ এই উক্তি ?

উত্তর : – সুকুমারের বিবাহ

14.টোপ ‘ গল্পের ঘটনাকাল ও লিখনকালের মধ্যে ব্যবধান কত ?

উত্তর : – কোনোটিই নয় ।

15.চিকিৎসা সঙ্কট ‘ গল্পের প্রেক্ষাপট কোন্ অঞ্চল ?

উত্তর : – কোনোটিই নয় |

16.ওয়ান মোর আনফর্মুনেট । ‘ উদ্দিষ্ট ব্যক্তি এখানে কে ?

উত্তর : – কীপারের বেওয়ারিশ ছেলে |

17.ইন্দ্ৰিয়দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই ইচ্ছাও নাই ‘ । বক্তা কে ?

উত্তর : – মতিবিবি ।

18.জন্মের অভ্যর্থনা ‘ কোথায় ‘ গম্ভীর নিরুৎসুক , বিষণ্ণ ?  

উত্তর : – জেলেপাড়া

19.পুঁইমাচা গল্পের ঘটনাকাল বিস্তার কতকাল ?

উত্তর : – এক বছর ।

20. আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করবো না; বক্তাকে কে?

 উত্তর : – মৃণাল

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।