EBG 5 Final Exam Answers | BDP EBG 5 Final Exam Answers

EBG 5 Final Exam Answers
EBG 5 Final Exam Answers

EBG 5 Final Exam Answers | BDP EBG 5 Final Exam Answers

1.বঙ্কিমচন্দ্রের মতে রাজা ভিন্নজাতীয় হলেই রাজ্যের কি হয় ?

উত্তর : – পরতন্ত্র ও পরাধীন

2. তাহা ধর্মের কথা নহে , পুরাণ নহে ..তাহা এখানে কি ?

 উত্তর : – মেঘদূত

3.কাঁচ না থাকিলে , সংসার এতদিন পুড়িয়া যাইত । এখানে কাঁচ অর্থে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন ?

উত্তর : – প্রতিবন্ধকতা 

4.কিন্তু সকলেই পতঙ্গের ডানা লইয়া জন্মায় নাই । -প্রাবন্ধিক এখানে পতঙ্গের ডানাকে উপমিত করেছে?

উত্তর : – আলোক উপাসক

5. নিয়মের রাজত্ব প্রবন্ধ অনুসারে সৌরজগত যে নিয়মের অধীন- ?

উত্তর : – মহানিয়ম

6.কালান্তর প্রবন্ধ অনুসারে একমাত্র পার্সি পড়া স্মিত পরিহাস পটু বৈদগ্ধের আভাস পাওয়া যায়?

উত্তর : – একমাত্র ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরে

7.বাজে কথা বলতে প্রাবন্ধিক আসলে কি বোঝাতে চেয়েছেন ?

উত্তর : – প্রয়োজনাতীত কথা

8.গীতিকাব্যের আদিম উদ্দেশ্য কি ?

উত্তর : – গীত হওয়া

9.রবীন্দ্রনাথের বাজেকথা প্রবন্ধ অনুসারে প্রবন্ধের মূল বিষয়বস্তু কি ?

উত্তর : – বাজে খরচ

10.কারু সর্বনাশ , কারু পৌষমাস- এখানে সর্বনাশ ও পৌষমাস অর্থে যথাক্রমে কি কি অর্থে ব্যবহৃত ?

উত্তর : – কাঁটা – ঝাপকারীর যন্ত্রণা , দর্শকের মজা প্রাপ্তি

11.সভ্যতার সংকট প্রবন্ধের বিশেষ গুরুত্ব কি ?

উত্তর : – এটি রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রবন্ধ

12.যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে , যন্ত্রণা এড়াবার তার ততোই বেশি হয় কোন প্রসঙ্গে উক্তি ?

 উত্তর : – মানসিক বিস্তৃতির ক্ষমতা

13.সেই ভয়াবহ দিন মানুষের ইতিহাসে বিলম্বিত হউক – কোন ভয়াবহ দিনের কথা বলা হয়েছে ?

উত্তর : – মাধ্যাকর্ষণহীনতা

14.সাহিত্যের যথার্থ বাজে রচনাগুলি কি কথা বলে ?

উত্তর : – কোনো বিশেষ কথা বলার স্পর্ধা রাখে না

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।