EBG 5 Final Exam Answers | BDP EBG 5 Final Exam Answers
1.বঙ্কিমচন্দ্রের মতে রাজা ভিন্নজাতীয় হলেই রাজ্যের কি হয় ?
উত্তর : – পরতন্ত্র ও পরাধীন
2. তাহা ধর্মের কথা নহে , পুরাণ নহে ..তাহা এখানে কি ?
উত্তর : – মেঘদূত
3.কাঁচ না থাকিলে , সংসার এতদিন পুড়িয়া যাইত । এখানে কাঁচ অর্থে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন ?
উত্তর : – প্রতিবন্ধকতা
4.কিন্তু সকলেই পতঙ্গের ডানা লইয়া জন্মায় নাই । -প্রাবন্ধিক এখানে পতঙ্গের ডানাকে উপমিত করেছে?
উত্তর : – আলোক উপাসক
5. নিয়মের রাজত্ব প্রবন্ধ অনুসারে সৌরজগত যে নিয়মের অধীন- ?
উত্তর : – মহানিয়ম
6.কালান্তর প্রবন্ধ অনুসারে একমাত্র পার্সি পড়া স্মিত পরিহাস পটু বৈদগ্ধের আভাস পাওয়া যায়?
উত্তর : – একমাত্র ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরে
7.বাজে কথা বলতে প্রাবন্ধিক আসলে কি বোঝাতে চেয়েছেন ?
উত্তর : – প্রয়োজনাতীত কথা
8.গীতিকাব্যের আদিম উদ্দেশ্য কি ?
উত্তর : – গীত হওয়া
9.রবীন্দ্রনাথের বাজেকথা প্রবন্ধ অনুসারে প্রবন্ধের মূল বিষয়বস্তু কি ?
উত্তর : – বাজে খরচ
10.কারু সর্বনাশ , কারু পৌষমাস- এখানে সর্বনাশ ও পৌষমাস অর্থে যথাক্রমে কি কি অর্থে ব্যবহৃত ?
উত্তর : – কাঁটা – ঝাপকারীর যন্ত্রণা , দর্শকের মজা প্রাপ্তি
11.সভ্যতার সংকট প্রবন্ধের বিশেষ গুরুত্ব কি ?
উত্তর : – এটি রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রবন্ধ
12.যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে , যন্ত্রণা এড়াবার তার ততোই বেশি হয় কোন প্রসঙ্গে উক্তি ?
উত্তর : – মানসিক বিস্তৃতির ক্ষমতা
13.সেই ভয়াবহ দিন মানুষের ইতিহাসে বিলম্বিত হউক – কোন ভয়াবহ দিনের কথা বলা হয়েছে ?
উত্তর : – মাধ্যাকর্ষণহীনতা
14.সাহিত্যের যথার্থ বাজে রচনাগুলি কি কথা বলে ?
উত্তর : – কোনো বিশেষ কথা বলার স্পর্ধা রাখে না
- BDP EBG 6 Answers | EBG 6 3rd Year Final Exam Answers
- BDP AOC 2 3rd Year Exam Answer 2022 PDF
- EBG 7 3RD YEAR FINAL EXAM QUESTION ANSWER
- EBG 8 3RD YEAR QUESTION ANSWER | NSOU EBG 8 ANSWER
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।