FST Exam Answers | BDP FST Final Exam Answers 2022
1. বৃহৎসংহিতা’- কে রচনা করেন ?
উত্তর: – বরাহমিহির
2. ইনস্যাট -1 B উপগ্রহ কোন গণসংযোগ মাধ্যমের সাথে যুক্ত ?
উত্তর : -দূরদর্শন |
3. লাল দানব ( Red giant ) ও শ্বেত বামন ( White dwarf ) এই দুটি স্তর কার জীবন দশায় দেখতে পাওয়া সম্ভব ?
উত্তর : – তারা |
4. বিজ্ঞানের ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : – সম্রাজ ও বিজ্ঞানের অবিরাম ক্রিয়া বিক্রিয়া এবং কেমন করে একে অপরকে প্রভাবিত করে আবিষ্কার বা উদ্ভাবনের জন্ম হয় তার কাহিনী |
5. ASLV’- এর পুরো নাম কী ?
উত্তর : – Augmented satellite launch vehicle
6. বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি ?
উত্তর : -সূর্য ।
7. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ধরনের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে ?
উত্তর : – নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া ।
8. মানুষের অভিব্যক্তির সঠিক স্তরগুলি কী কী ?
উত্তর : – অস্ট্রালোপিথেকাস > হোমো হ্যাবিলিস > হোমো স্যাপিয়েন্স হোমো ইরেকটাস
9. বর্তমানে একক ক্ষেত্রের বিজ্ঞানীকুল অন্য ক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণার কার্য সম্পর্কে কী রূপ ধারণা পোষণ করে থাকেন ?
উত্তর : – গবেষণা বোঝার ক্ষমতা বা খবর রাখেন না |
10. মিশরের লিপি কে কি বলা হয় ?
উত্তর : – হায়ারোগ্লিফিক্স |
- EBG 4 Exam Answers 2022 | BDP EBG 4 Final Exam Answers 2022
- EBG 3 Final Exam Answers | BDP EBG 3 Final Exam Answers 2022
11. ভারতবর্ষের মৃত্তিকাকে প্রকৃতি অনুসারে কত ভাগে ভাগ করা যায় ?
উত্তর : – ২৫
12. মানবদেহে শর্করা বিপাকে সাহায্যকারী হরমোন ইনসুলিন ‘ নিম্নলিখিত যে গ্রন্থি থেকে কে উৎপন্ন হয় ?
উত্তর : – অগ্ন্যাশয় |
13. লেজার ( LASER ) শব্দের অর্থ কি ?
উত্তর: – Light Amplification by Stimulated Emission of Radiation
14. দূর সন্ধান ( Remote sensing ) এর মাধ্যমে নিন্মলিখিত কোনটি করা সম্ভব নয় ?
উত্তর : – মাটি থেকে খনিজ পদার্থ আহরন |
15. আলুতে কোন ধরনের পৌষ্টিক উপাদান অবস্থিত ?
উত্তর : – কার্বোহাইড্রেট
16. ‘ গলগন্ড ‘ রোগ কোন খনিজের অভাবে সৃষ্টি হয় ?
উত্তর : – আয়োডিন |
17. কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন যুগের প্রকৌশলগত বিকাশ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায় ?
উত্তর : – মৌর্য যুগ |
18. বীরবল সাহণী’- কোন ক্ষেত্রে গবেষণা করেন ?
উত্তর : – প্রত্ন – উদ্ভিদবিদ্যা
19. ‘ প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’- কে রচনা করেন ?
উত্তর : – নিউটন |
20. মুখ্য বায়ুদূষক কোন এক কোনগুলি ?
উত্তর : – উপরের সবকটি ।
- EBG 5 Final Exam Answers | BDP EBG 5 Final Exam Answers
- BDP EBG 6 Answers | EBG 6 3rd Year Final Exam Answers
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।