SBG 1 Exam Answers | BDP SBG 1 Final Exam Answers 2022
1.ধর্মমঙ্গলের কোন কবির কোনো কাব্য পাওয়া যায়নি অথচ অন্যান্য কবিরা তাঁকে আদি কবি বলে সম্মান দিয়েছেন?
উত্তর:- ময়ূর ভট্ট ।
2. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন খন্ডের নামের সঙ্গে খন্ড শব্দটি নেই ?
উত্তর:- ত্রয়োদশ খণ্ড ।
3. বাংলার কোন উপভাষার উপর ভিত্তি করে চর্যাপদ রচিত বলে, ড . সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন?
উত্তর:- বঙ্গালী ।
4. স্বপ্ন প্রয়াণ এর রচয়িতা কে ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়
5. ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের বাংলা ও বাঙালি সম্পর্কিত গ্রন্থটির নাম কি ?
উত্তর:- বাঙালির ইতিহাস ।
6. যতদিন যদ্দিন ধ্বনি পরিবর্তনের যে রীতি দেখা যায় ?
উত্তর:- সমীভবন ।
7. নীহাররঞ্জন রায় চিহ্নিত বঙ্গদেশের সীমানা উত্তর পূর্ব দিকে কতদূর?
উত্তর:- ব্রহ্মপুত্র নদ ও উপত্যকা ।
8. শাক্ত পদাবলীর উদ্ভব কখন হয় ?
উত্তর:- ১৮ শ শতকের মধ্যভাগে
9. চর্যাপদ সংকলনে প্রথম পদটির রচয়িতা কে ?
উত্তর:- লুই-পা ।
10. অপিনিহিতির বাহুল্য আছে ?
উত্তর:- বঙ্গালীতে
SHI 2 Exam Answers | BDP SHI 2 Final Exam Answers 2022
FST Exam Answers | BDP FST Final Exam Answers 2022
11. A Grammar of the Bengal language এর লেখক কে?
উত্তর:- হ্যালহেড
12. বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষায় লেখা উপন্যাসের সংখ্যা কত ?
উত্তর:- চৌদ্দ ।
13. মহঃ জায়সীর কাব্য অবলম্বনে আলাওল যে কাব্য রচনা করেন তার নাম কি ?
উত্তর:- পদ্মাবতী ।
14. বিদ্যোৎসাহী হুসেন শাহ সিংহাসনে বসেন কত খ্রিষ্টাব্দে ?
উত্তর:- ১৪৯৩ খ্রিস্টাব্দে ।
15. কোন কবির চণ্ডীমঙ্গল ‘ অভয়া মঙ্গল’ নামে পরিচিত?
উত্তর:- মুকুন্দ চক্রবর্তী ।
16. নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:-বিষ্ণুদে ।
17. শ্রীকৃষ্ণকীর্তন’ পুথিটি কে আবিষ্কার করেন?
উত্তর:- বসন্তরঞ্জন রায় ।
18. নববাবুবিলাস ‘ – এর পরিপূরক রচনা
উত্তর:- নববিবি বিলিস ।
19. বাংলা ভাষার উপভাষা কয়টি?
উত্তর:- ৫ টি ।
20. অন্নদামঙ্গলের খণ্ডসংখ্যা?
উত্তর:- তিন ।
SBG 3 Answers | BDP SBG 3 Final Exam Answers 2022
EHI 8 Exam Answers | BDP EHI 8 Final Exam Answers 2022
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।