SBG 3 Answers | BDP SBG 3 Final Exam Answers 2022

SBG 3 Answers
SBG 3 Answers

SBG 3 Answers | BDP SBG 3 Final Exam Answers 2022

1. কারু সর্বনাশ , কারু পৌষমাস । ‘ –প্রাবন্ধিক সর্বনাশ ‘ ও ‘ পৌষমাস ‘ অর্থে কী চিহ্নিত করেছেন ?

  • কাঁটাঝাপকারী মানুষের যন্ত্রণা ও তা দেখে দর্শকের আনন্দপ্রাপ্তি

2. কৈলাশ ডাক্তারের সৌন্দর্যতত্ত্বের মূলে মানুষের কী আছে ?

  • অন্তরঙ্গ রূপ

3. আমি কি যাব পাত্তর ঠিক করতে ? ” -বক্তা কে ?

  • অন্নপূর্ণা

4. যেখানে উভয়ই সমান , ” ন যযৌ ন তস্থেী ” । ‘– ‘ উভয় ‘ বলতে কী বোঝানো হয়েছে ?

  • চাপ ও আকর্ষণ

5. আমার বেদনাটা সেইখানে । ‘ — ‘ বেদনা’টি की ছিল ?

  • জ্ঞানতৃষ্ণা ধবল হলেও বাঙালির বই কেনায় অনীহা

6.  এই কথাটা কি মহাব্যোমে লেখা আছে , শাশ্বত কালি দিয়ে ? -কোন্ কথাটা ?

  • চুল কালো হলেই সুন্দর ও চামড়া কালো হলেই কুৎসিত উভয়ই ঠিক

7. – ঋতপথ তাহারই প্রাপ্য । ‘ — তাহারই বলতে প্রাবন্ধিক কাকে বুঝিয়েছেন ?

  • ভ্রমে পতিত মানুষ –

8. ‘ আর আমার দরকার নেই । ‘ -কোন্ প্রসঙ্গে এই উক্তি ?

  • সংসারে নারীর পরিচয় প্রাপ্তি

9. অনেকের দেহে ‘ বিবিধ সাত্ত্বিক ভাবের আবির্ভাব ঘটে থাকে । কখন ?

  • প্রাকৃতিক নিয়মের জয়গান গাওয়ার अ ম य

10. শূদ্রজাতিমাত্রেই এজন্য নৈসর্গিক নিয়মে পরাধীন । ‘ – কোন কারণে শুত্রজাতি নৈসর্গিক নিয়মে পরাধীন ?

  • একতাবলের অভাব

AOC 3 Exam Answers | BDP AOC 3 Final Exam Answers 2022

EBG 8 3RD YEAR QUESTION ANSWER | NSOU EBG 8 ANSWER

11. ‘ কপালকুণ্ডলা ‘ উপন্যাসের ঘটনাকাল কোন সময় ?

  • প্রায় ১৬১৬ খ্রিঃ

12. সুস্পষ্ট , নধর , ধবদ্ধমান জীবনের লাবণ্যে ভরপুর দুই গাছটি কার প্রতীক ?

  • ক্ষেন্তি

13. একজন জটাজুটধারী প্রকাণ্ডকায় পুরুষ কপালকুণ্ডলার স্বপ্নে দেখা দেন’ কপালকুণ্ডলা ‘ উপন্যাসের কোন পরিচ্ছেদে আছে ?

  • চতুর্থ খন্ডের তৃতীয় পরিচ্ছদ

14. ‘ স্ত্রীর পত্র ‘ গল্পটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয় ?

  • সবুজপত্র ‘

15. ” তাহা আমাদের গণনাতেও আসে না , আমাদের প্রত্যক্ষ গোচরও হয় না । ‘ -‘তাহা ’ শব্দে কী নির্দেশ করা হয়েছে ?

  • সুদূরবর্তী তারার পারস্পরিক আকর্ষণ – প্রভাব

16. কথাটার মধ্যে একটুখানি সত্য — কনিষ্ঠাপরিমাণ — লুকান রয়েছে । ” সত্য’টি কী ?

  • বই কিনতে পয়সা লাগে

17. ” এই দুইটি পৃথক্ পৃথক্ দুইটি ক্ষমতার উপর নির্ভর করে । ” -কোন্ ‘ দুইটি’কে এখানে নির্দেশ করা হয়েছে ?

  • স্বরচাতুর্য ও শব্দচাতুর্য

18. পুঁইমাচা ‘ গল্পে ঘটনাকালের বিস্তার কত ?

  • একবছর

19. রাখতে পড়তে কিছু, জিনিস ভালো ছিল, – কোন জিনিসের কথা বলা হয়েছে?

  • চাল 

20.  যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসত্বতবে বিবাহ করতাম না। ‘’ বক্তা কে?

  • কপালকুণ্ডলা 

SHI 2 Exam Answers | BDP SHI 2 Final Exam Answers 2022

FST Exam Answers | BDP FST Final Exam Answers 2022

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।