SHI 1 Exam Answer | BDP SHI 1 Final Exam Answers 2022

SHI 1 Exam Answer
SHI 1 Exam Answer

SHI 1 Exam Answer | BDP SHI 1 Final Exam Answers 2022

1. কোন হুন নেতার বিরুদ্ধে যশোধর্মনের সাফল্যের কথা মান্দাসোর লেখ থেকে জানা যায় ?

  • মিহির कू ল

2. কোন যুদ্ধে হুমায়ুন কে পরাজিত করে শের খান ‘ শের শাহ ’ উপাধি গ্রহণ করেছিলেন ?

  • কনৌজের যুদ্ধে

3. কোন ধরনের চিত্রগুলি মুঘল চিত্ৰ শৈলীতে বিশেষ স্থান অধিকার করে আছে ?

  • হামজানামা

4. বঙ্গদেশে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল ?

  • গোপাল

5. তুর্কী শাসনের অবসান ঘটিয়ে খলজি শাসনের সূচনা কে করেন ?

  • জালালউদ্দিন ফিরাজ শাহ খলজি

6. ‘ History of the Khaljis’- এই বই এর রচয়িতা কে ?

  • কে . এস . লাল

7. ইন্দো – গ্রীক শাসক মিনান্দরের রাজধানী কোথায় ছিল ?

  • শিয়ালকোট

8. লোককাহিনীর বিক্রমাদিত্যের সঙ্গে কোন সম্রাটের অনেক সাদৃশ্য আছে ?

  • | দ্বিতীয় চন্দ্রগুপ্ত

9. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী ?

  • তুজুক – ই – জাহাঙ্গীরী

10. গঞ্জাম তাম্রশাসন থেকে আমরা বাংলার কোন রাজার ইতিহাস সম্পর্কে জানতে পারি ?

  • শশাঙ্ক

SHI 3 Exam Answers | BDP SHI 3 Final Exam Answers 2022

EBG 5 Final Exam Answers | BDP EBG 5 Final Exam Answers

11. কোন ঐতিহাসিক মনে করেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণবিপ্লব দায়ী ছিল ?

  • হরপ্রসাদ শাস্ত্রী

12. ‘ অশোক ‘ গ্রন্থটি কার লেখা ?

  • ডাঃ রাধাকুমুদ মুখোপাধ্যায়

13. হর্ষঙ্ক বংশের শেষ প্রতিনিধি কে ছিলেন ?

  • নাগদশক

14. শিবাজী কোন সালে ‘ ছত্রপতি ‘ উপাধি গ্রহণ করেছিলেন ?

  • 1674

15. সুফি সুরাবদি সিলসিলাহ – এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  • শিহারুদ্দিন সুবাবদি

16. ভারতে , 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে , সামন্ততন্ত্রের উত্থানের তত্ত্বকে কোন ঐতিহাসিক উপস্থাপিত করেছেন ?

  • রাম শরণ শর্মা

17. কোন লেখ থেকে প্রথম সাকর্নির সঙ্গে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কের কোথা জানা যায় ?

  • হাথিগুষ্কা লেখ

18. কোন রাজবংশ বিশাল নৌবাহিনী গড়ে তুলে , সিংহল , মালদ্বীপ , ও দক্ষিণ – পূর্ব এশিয়া তে , নিজের প্রতিপত্তি বিস্তার করেছিল ?

  • চোল

19. কোন সমসাময়িক লেখক আলাউদ্দিন খলজির বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিবরণ দিয়েছেন ?

  • বারাণী

20. কোন ঐতিহাসিক গবেষণা করে দেখিয়েছেন যে দূর পাল্লার বাণিজ্যের পতন , হরপ্পা সভ্যতার পতনের কারণ ছিল ?

  • শিরিন রত্নাগর

EHI 3 Exam Answers | BDP EHI 3 Final Exam Answers 2022

FST Exam Answers | BDP FST Final Exam Answers 2022

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।