ছেলে মেয়েদের জন্য মাধ্যমিক হল প্রথম বোর্ড এক্সাম। প্রতি ছেলে মেয়ের মা বাবা চায় তারা যাতে মাধ্যমিকে ভালো ফল করে। তবে ছাত্রছাত্রীরা ভাবে এই মাধ্যমিক টা পাস করে গেলেই সব চিন্তা শেষ। তবে ভাবনার থেকে উল্টোটাই হয় কারণ মাধ্যমিকে পাস করার পর ছাত্র-ছাত্রীদের কাছে খুলে যায় বিভিন্ন পড়াশোনার পথ। অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কি নিয়ে পড়লে সে ভবিষ্যতে কিছু করতে পারবে তার মা বাবার পাশে দাঁড়াতে পারবে। অনেকে আবার মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টের আগেই সাইন্স নিয়ে পড়া শুরু করে তারপর অনেক কমার্স। তবে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়লে ভবিষ্যতে চাকরি নিশ্চিত?
আজ অর্থাৎ ১৯ শে মে পুরো পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। প্রথম হয়েছেন দেবদত্ত মাঝি। সাতশ তে পেয়েছে ৬৯৭। আমাদের আর্টিকেলের মাধ্যমে সাধারণত এই ধরনের ছাত্র-ছাত্রীদের নিয়ে কথা বলছি না কিছু মধ্যবিত্ত ছাত্র-ছাত্রী রয়েছে যারা ৫৫০ থেকে ৬২০ বা তার আশেপাশে পর্যন্ত পেয়েছে।
সাইন্স বিভাগ: অনেকেই চেষ্টা করে সাইন্স বিভাগ নিয়ে পড়াশোনা করার কারণ পড়লে তাদের জীবনে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং প্রায় সমস্ত কিছু। তবে তার জন্য অংকতে ভালো নম্বর পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অংক এবং বিজ্ঞান বিভাগ থাকলে ভবিষ্যতে প্রায় সমস্ত কিছুতেই হিসাব-নিকাশ এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিজিটালাইজেশন ক্ষেত্রে প্রয়োজন হয় যে কারণে সাইন্স স্টুডেন্টদের অতটা চিন্তার কারণ নেই।
কমার্স বিভাগ: অনেকেই আছে যারা কমার্স নিয়ে পড়াশোনা করে তবে সাইন্স ও আর্টস এর মধ্যে কমার্সের সবথেকে কম পরিমাণ স্টুডেন্ট দেখা যায়। কমার্স বিভাগে প্রধানত যারা ব্যাংকে চাকরি করতে চায় তাদের জন্য। এছাড়াও চার্টার অ্যাকাউন্ট হিসাব নিকাশের কাজে কমার্স স্টুডেন্টরা অন্যান্য ক্ষেত্রের থেকে ভালো।
আরও পরুনঃ এই নাম্বারে কল করলেই পাবেন বাড়ি বসে ব্যাংক স্টেটমেন্ট, যেতে হবে না ব্যাংকে
আর্টস বিভাগ: সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট দেখতে পাওয়া যায় এই বিভাগে। কনস্ট ফ্রেন্ড থেকে মধ্যবর্তী স্টুডেন্ট অনেকেই এই বিভাগে পড়াশোনা করে। অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট হওয়ার কারণে এদের সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে থাকে ভবিষ্যতে কিছু ভালো কাজ করার। এদের জন্য ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোন সুযোগ-সুবিধা খোলা থাকে না। এরা একটু অন্য ধরনের কাজ পেতে পারেন যেমন আইন বিভাগ ে লিটারেচার অর্থাৎ সাহিত্য গল্প লেখা নাটক সিনেমা আরও বিভিন্ন ধরনের।
আরও পরুনঃ SBI recruitment 2023: পরীক্ষা না দিয়েই স্টেট ব্যাংকে নিয়োগ, বেতন ৪৮,০০০ থেকে শুরু
তবে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে আমাদের মতে সাইন্স নিয়ে যারা পড়েছে তাদের ভবিষ্যৎ অন্যান্য বিভাগের থেকে একটু হলেও উজ্জ্বল। দ্বিতীয় ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট হলে আপনার কাছে অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এছাড়াও ডিপ্লোমা এর মাধ্যমে ভালো কোম্পানিতে চাকরির আসা রয়েছে বর্তমান সমাজে। মাধ্যমিকের পরে অনেকেই আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা করার চেষ্টা করে।
এমন কোন ফিল্ড বেছে নিন যেখানে ভবিষ্যতে চাকরির পরিমাণ বেশি থাকে। আপনি ফুট ডিপার্টমেন্ট এছাড়াও সাইন্স এন্ড টেকনোলজি কম্পিউটার এইসব বিষয়ে পড়াশোনা করতে পারেন এতে ভবিষ্যতে চাকরির অভাব হবে না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |