সেভিংস স্কিম: বর্তমানে দিনের পর দিন অর্থনৈতিক পরিস্থিতি দেশের যা তৈরি হচ্ছে তাতে আগের থেকে টাকা জমানো খুবই গুরুত্বপূর্ণ। মহামারীর সময় ভারতবর্ষের বহু মানুষ পথে বসে গিয়েছিল তাদের পেট চালানোর জন্য। আপনি যদি টাকা জমাতে পারেন সঠিক পদ্ধতির মাধ্যমে তবে আপনার সাথে আপনার সামনের প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল রাখতে পারবেন।
আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে কিছু স্কিমের বিষয় বিবরণ দিচ্ছি, যার মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য সঠিক সেভিং স্কিম টি বেছে নিতে পারেন। পাঁচটি সেভিংস স্কিম এর মধ্যে প্রথম তিনটি পোস্ট অফিস এর মারফত চালনা করা হয়।
ন্যাশনাল সেভিংস স্কিম:
জাতীয় সঞ্চয় স্কিম বা ন্যাশনাল সেভিংস স্কিম সরকারের রেজিস্টার্ড পাঁচ বছর সময়ের সেভিংস স্কিম। আপনি এই স্কিমে পোস্ট অফিসের মারফত সঞ্চয় করতে পারেন এই স্কিমে বার্ষিক শোধ রয়েছে ৭.৭ শতাংশ। এই স্কিমে 80C ধারাতে কর অতিরিক্ত ছাড়ের সুযোগ রয়েছে।
সিনিয়র সিটিজেন স্কিম:
সিনিয়র সিটিজেন স্কিম প্রধানত প্রবীণ নাগরিকদের জন্য সুদের পরিমাণ তুলনামূলক ঘরে একটু বেশি। এই স্কিমটি পোস্ট অফিসের মারফত চালনা করা হয়। এই সিমের মাধ্যমে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা:
এই স্কিমটি প্রধানত মেয়েদের জন্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিস থেকে চালনা করা হয়। এই স্কিমে সুদের হার ৮% বার্ষিক। ১০ বছরের কম বয়সী মেয়েদের জন্য এই স্কিমে টাকা রাখা সম্ভব। আগামী একুশ বছর ধরে এই টাকা জমতে থাকে এবং ম্যাচুরিটি হওয়ার পরে টাকা তোলা যায়।
আরও পরুনঃ এই রাজ্যে এই সরকার মহিলাদের দিচ্ছে ১৫০০ টাকা প্রতিমাসে
আরও পরুনঃ লক্ষ্মী ভান্ডারের এই শর্ত না মানলে টাকা পাওয়া বন্ধ হতে চলেছে
প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা:
এই স্কিমে প্রধানত প্রবীণ নাগরিকরা সঞ্চয় করতে পারেন। প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা ভারতের বৃহত্তম লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন LIC দ্বারা চালিত হয়। এই স্কিমে তুলনামূলক একটু কম সুদ পাওয়া যায়, ৭.৪ সুদ বার্ষিক। এই স্কিমের মাধ্যমে আপনি ঋণ পাওয়া থেকে শুরু করে আয়কর ছাড় পর্যন্ত সুবিধা রয়েছে।
এমপ্লয়িজ প্রাইভেট ফান্ড:
কোন কোম্পানিতে কাজ করা থেকে শুরু করে সরকারি কর্মচারী সকলকেই এই সুযোগ দেওয়া হয়। এমপ্লয়েস প্রাইভেট ফান্ড প্রতিটি কর্মচারীর বেতন থেকে কাটা হয়। এই টাকাটি রিটায়ারমেন্টের সময় একসাথে পাওয়া যায়, অবশ্য আগেও এই ডাকা তোলা সম্ভব। সরকারের তরফ থেকে কিছু টাকা দেওয়া হয় এবং কর্মচারীদের কাছ থেকে কিছু টাকা কাটা হয় একসাথে টাকাটি জমতে থাকে প্রাইভেট ফান্ডে যাকে EPF বলা হয়।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |