আমরা সকলে নিজের জীবনে নিজের মতো করে সদাব্যস্ত। রোজকার একঘেয়ে জীবন শৈলী থেকেপ্রায়ই ছুটি পেতে চায় মন। তবে মধ্যবিত্তের মাসকাবারি মুদির দোকানের লিস্টে, অর্থনীতির টানাপোড়েনে প্রায়ই বাদ পরে শখের বেড়ানো। না, কেবল শখ নয় – মানুষের জীবনে ভ্রমণের উপযোগিতা সম্পর্কে কোন দ্বিমত নেই। কর্মজীবনে উদ্যম আনার জন্যেও মাঝে মাঝে ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কাছেপিঠে। এতে খরচ কম উল্লাস কম নয়। সবসময় দূরে কেন, আমাদের পশ্চিমবঙ্গেই ছড়িয়ে আছে বহু ঘোরার মত জায়গা।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি জায়গা আছে পশ্চিমবঙ্গে ভ্রমনের জন্য –
১. কোলকাতার চিড়িয়াখানা, জাদুঘর, স্নো মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল , নিকোপার্ক প্রভৃতি।
২. পাহাড় শহর দার্জিলিং
৩. জলপাইগুড়ি (গরুমারা , চাপরামারি) জাতীয় উদ্যান, ডুয়ার্স জঙ্গল ও অভয়ারণ্য
৪. আলিপুরদুয়ার অভয়ারণ্য, বক্সা,জয়ন্তী পাহাড়
৫. কোচবিহার রসিকবিল পাখিরালয় , মদনমোহন মন্দির
৬. সমুদ্র সৈকত দীঘা, মন্দারমনি, গঙ্গাসাগর, বকখালি, তাজপুর

৭.বীরভূমের শান্তিনিকেতন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, তারাপীঠ , ইত্যাদি।
৮.পুরুলিয়ার অযোধ্যা , বাঘমুন্ডি , দলমা পাহাড়, পাঞ্চেত জলাধার, ট্রাইবাল ভিলেজ বড়ন্তী, দোলাডাঙা নেচার ক্যাম্প ইত্যাদি।
৯.নদীয়ার ঐতিহাসিক তথা ধর্মীয় শহর নবদ্বীপ,মায়াপুর। শহর কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ী ,ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র পলাশী, বেথুয়াডহরি অভয়ারণ্য , চাকদহের নীলকুঠি, বিভূতিভূষণ অভয়ারণ্য ইত্যাদি।
১০.ইতিহাস সমৃদ্ধ শহর মুর্শিদাবাদ ।
১১.সুন্দরবনের সমুদ্র সৈকত বকখালি , ম্যানগ্রোভ অরণ্য, সজনেখালি পাখিরালয়,
কাকদ্বীপ, ব্যাঘ্র প্রকল্প , কুমির প্রকল্প, গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম, ঘুটিয়ারি শরিফের মসজিদ ইত্যাদি।
১২.বর্ধমানের আউসগ্রাম এর ভালকি মাচান –
সাল শিমুল পিয়ালের জঙ্গল সঙ্গে বোটিংয়ের সুবিধা , আরও আছে ইটাচুনা রাজবাড়ি- সাবেকিয়ানার সঙ্গে আপ্যায়নের উষ্ণতা।
১৩.বাঁকুড়ার মন্দির ও স্থাপত্যের শহর বিষ্ণুপুর।
১৪. উত্তর ২৪ পরগনার টাকির ইছামতি নদী ,গোলপাতার জঙ্গল, কুলেশ্বর কালীবাড়ি, রায়চৌধুরীর জমিদারবাড়ি, জোড়ামন্দির ইত্যাদি।
১৫.কালিম্পং এর কাছে অবস্থিত নির্জন গ্রাম সামালবং।
১৬.কলকাতার কাছে অবস্থিত বগুড়ান জলপাই।
আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই পর্যটনক্ষেত্র গুলিতে অল্প সময় হাতে নিয়ে ঘুরে আসতেই পারেন।
খরচ খরচাও আকাশ ছোঁয়া নয়। তবে বিলাসবহুল রিসর্ট বা বাংলোয় বাস করতে চাইলে কিছু খরচ হবে বৈকি। তবে সেখানেও পাবেন বিভিন্ন দামের আয়োজন। কম থেকে বেশী। বিভিন্ন থিমে সাজানো, আপ্যায়নে দক্ষ সুলভ রিসর্ট, হোটেলের সংখ্যাও বেড়েছে এখন। তাছাড়া ক্যাম্পিং বা কুটিরেও করতে পারেন রাত্রিবাস। সব মিলিয়ে আর কষ্টসাধ্য, সময়সাধ্য বা ব্যায়সাধ্য নয় পর্যটন। ভ্রমন বিলাসী হলে নিজের রাজ্য ঘুরে দেখুন সবার আগে। তাতে রাজ্যের পর্যটন শিল্প উৎসাহও পাবে আর আপনার মানসিক স্বাস্হ্যও হবে সতেজ।
- নদীর জলের সঙ্গেই ভেসে আসে লক্ষ টাকার সোনা, কিন্তু কোন নদী?
- ২০২২ সালে মা দুর্গা কিসে আসছেন! আমাদের জন্য কতটা শুভ?
- Sealdha Metro: শিয়ালদা থেকে কতদূর পর্যন্ত যাওয়া যাবে এবং এর ভাড়া কত?
নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন