BGMI: এই গেম খেলতে ১৮ বছরের কম বয়সীদের লাগবে বাবা মায়ের অনুমতি, আসলো নতুন নিয়ম

BGMI new rule for below 18
BGMI new rule for below 18

BGMI: বর্তমানে যাদের কাছে দামি স্মার্টফোন রয়েছে প্রধানত অল্প বয়সীদের বি জি এম আই অর্থাৎ ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামক গেমের সাথে বেশিরভাগই পরিচিত। এই গেমটি নিয়ে আলোচনার শেষ হয় না। এই গেমটি আসার পরে ভারতবর্ষে অনলাইন গেমিং এর মার্কেট আকাশচুম্বী হয়ে গিয়েছিল। প্রথমে এই গেমটি বেটার গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া অর্থাৎ BGMI নামে আসেনি। প্রথমে নাম ছিল PUBG. এই গেম বাজারে আসার পর প্রচুর পরিমাণে ইনস্টল করল অল্প বয়সী ছেলেমেয়েরা। এই গেমের নেশা প্রচন্ড পরিমাণের প্রভাবিত করেছিল অল্পবয়সীদের ঘন্টার পর ঘন্টা ফোনের দিকে তাকিয়ে গেম খেলত। এই কারণে ভারতীয় যুবক যুবতীদের মধ্যে মানসিক পরিবর্তন দেখা যাচ্ছিল। এছাড়াও ভারতীয় কিছু সিকিউরিটির জন্য এই গেমকে নিষিদ্ধ করা হয়েছিল ইন্ডিয়ার মার্কেটে। জানা গিয়েছিল এই গেমটি চীনের সার্ভার ব্যবহার করায় ভারতীয় ডেটা চীনের সরকারের কাছে পাঠানো হচ্ছিল।

কিছুদিনের মধ্যেই ভারত সরকার অনেকগুলি চীনা অ্যাপের সাথে এই গেমটি কেউ নিষিদ্ধ করে দেয় ভারতে। তবে কিছুদিনের মাথায় আবারো নতুন নামে পরিচয় পেয়ে ইন্ডিয়ান মার্কেটে আসার চেষ্টা করে এই গেম এবং নাম পরিবর্তন হয়ে হয় PUBG থেকে BGMI. তবে শুধুমাত্র নামের এই পরিবর্তন হয়, ভিতরে এমন কিছু পরিবর্তন না হওয়ায় এই গেমটি আবারও নিষিদ্ধ করা হয় ভারতে।

বর্তমানের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে প্রায় ১০ মাস পর এই নিষিদ্ধ কে কাটিয়ে এই গেম আবারও ভারতীয় মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করবে নতুন রূপে। তবে এই নতুন গেমে অনেক কিছু পরিবর্তনের সাক্ষী হতে যাবো আমরা। KRAFTON এই গেম তৈরির পিছনে এই কোম্পানির সব থেকে বড় হাত। তাদের অফিসের ওয়েবসাইটে একটি পোষ্টের মাধ্যমে জানা গিয়েছে তারা ভারতের মার্কেটে আবারো আসছে নতুনরূপে। তবে এই নিষিদ্ধ উঠছে মাত্র তিন মাসের জন্য। এই তিন মাসের মধ্যে ভারতীয় সরকার সম্পন্ন গেমটিকে বিচার করবে যদি আবারো কোন সন্দেহের চোখে পড়ে এই গেম তবে নিষিদ্ধ হয়ে যেতে পারে আবারও।

BGMI একদম নতুন রূপে আসার চেষ্টা করছে ভারতের মার্কেটে। ১৮ বছরের কম বয়সীদের জন্য অনেক ধরনের নতুন নিয়ম এসেছে। এই গেমে রক্তের রং চেঞ্জ করা হয়েছে। যারা টাকা দিয়ে অনেক কিছু কেনে তাদের জন্য একটি মূল্য ধার্য করা হয়েছে যার উপরে যাওয়া সম্ভব না আরো অনেক ধরনের নতুন কিছু দেখতে পারবো গেমটি সবার ফোনে ফোনে চালু হলে।

আরও পরুনঃ হোয়াটসঅ্যাপে আসল নতুন সুবিধা, ভুল মেসেজও ঠিক করতে পারবেন

BGMI ১৮ বছর এর কম বয়সীদের জন্য কি কি পরিবর্তন করছে?

১৮ বছর এর কম বয়সীদের জন্য প্রধানত সময়ের পরিবর্তন করছে। নাবালক ও নাবালিকার সর্বোচ্চ তিন ঘণ্টার বেশি BGMI খেলতে পারবে না।

তারা যদি কোন ট্রেড সার্ভিস নিতে চায় তার জন্য সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ৭০০০ টাকা।

আরও পরুনঃ দীঘা পুরী গেলে বর্তমানে আপনার হতে পারে চামড়ায় এই ধরনের সমস্যা

গেমটি চালু করার পরে নিজেদের আইডি তৈরি করার সময় তাদেরকে OTP অথেন্টিকেশন দিতে হবে। এই OTP অথেন্টিকেশন সাধারণত তাদের মা বাবার কাছে যাবে।

সম্প্রতি রিপোর্টে জানা গিয়েছে ১৮ বছরের কম বয়সীদের গেম আইডি চালু করার পরে তাদের বাবা মায়ের সাথে ফটো তুলে বা ভিডিও করে এই ধরনের কিছু অথেন্টিকেশনের ব্যাপার রয়েছে। তবে এই বিষয়ে প্লে স্টোরে ও অ্যাপ স্টরে লঞ্চ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না।

BGMI বর্তমান যুগের সব থেকে অন্যতম হাই গ্রাফিক্স গেম। এই গেমের ভক্তের সংখ্যার অভাব নেই ভারতে। আবারো যখন এই গেম আস্তে চলেছে তখন অনেক অল্প বয়সীরা আনন্দে লাফিয়ে উঠেছে। তবে গেমটি এখনো সবার ফোনে আসতে কিছুটা সময় লাগবে জানা গিয়েছে KRAFTON তরফ থেকে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে জানিয়ে দেবে এই গেমটি সবার ফোনে কবে থেকে ডাউনলোড করা সম্ভব।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন