আপনারা সবাই জানেন ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো কতটা বিপদজন্য হতে পারে নিজের জন্য এবং রাস্তায় চলা অন্যান্য মানুষদের জন্য। দুই থেকে তিন বছর আগে মানুষের কাছে এত পরিমান ব্লুটুথ হেডফোন বা ইয়ারফোন দেখা যেত না তারের হেডফোন বেশি ব্যবহৃত হতো। তবে বর্তমান মডার্ন যুগে সবার কাছে ব্লুটুথ ইয়ারফোন। এই কারণে গাড়ি চালানো সময় হেলমেটের ফাঁকে ব্লুটুথ ইয়ারফোন গুঁজে আরাম করে প্রিয়জনের সাথে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছেন। এরপর থেকে তা হবে না মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী নতুন নিয়ম জারি করা হল।
এরপর থেকে যদি কোন চালককে কানে হেডফোন দিতে দেখা যায়, তবে ভারী শাস্তি ও মোটা জরিমানার নির্দেশ করা হয়েছে সরকারের তরফ থেকে, সেটি দুই চাকা হোক বা চার চাকা। রাস্তাঘাটে প্রচুর অনলাইন সেলিং কোম্পানি যেমন flipkart amazon এর ডেলিভারি বয় গুলিকে দেখা যায়। তাদের মধ্যে বেশিরভাগ হেলমেট পড়ে থাকলেও হেডফোনের তার কানের মধ্যে বোঝা থাকে। এগুলি বাড়ি বিপদজনক হতে পারে তার নিজের জন্য এবং অন্যের জন্য।
বর্তমানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পিছনে কিছুদিন আগে এক বয়স্ক মানুষ রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলেন তাকে এসে ধাক্কা মেরে দেয় এক মোটর বাইক চালক। সে মোটর বাইক চালক কোন কিছু খেয়াল করতে পারেনি তার আগেই সোজা এসে ধাক্কা মেরে দিয়েছে। কারণ তার কানে হেডফোন ছিল এবং সে তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে রাস্তায় চলছিল।
আরও পরুনঃ রেশন কার্ডের এই কাজটি না করলে ১ জুলাই থেকে চাল গম পাবেন না
আরও পরুনঃ মমতা ব্যানার্জি সই এর মাধ্যমে ভুয়ো চাকরির নিয়োগ পত্র, বিপদে পড়েছেন বহু মানুষ
পুলিশদের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পুলিশদের চেকিং এর সময় ১০ জনের ভেতরে প্রায় পাঁচ থেকে ছয়জনের লিমিটের ফাঁকে ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে দেখা যায়।
ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য আশা করা যাচ্ছে দুর্ঘটনা এর প্রবণতা কম থাকবে। এই পদক্ষেপে জরিমানা হিসেবে কত টাকা ধার্য করা হয়েছে তা এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |