এই সিম দিচ্ছে আনলিমিটেড ডেটা অফার, কিভাবে পাবেন?

আনলিমিটেড ডেটা
আনলিমিটেড ডেটা | source: IStock

মোবাইলে ইন্টারনেট ডেটা লিমিট শেষ হয়ে গেলেও আপনি এবার থেকে পাবেন আনলিমিটেড ডেটা অফার কিন্তু কীভাবে পাবেন জানতে হলে অবশ্যই পড়বেন এই আর্টিকেলটি।

বর্তমান সময়ে পড়াশোনার সাথে শুরু করে বিনোদন সবকিছুতে প্রয়োজন হয় ইন্টারনেট। ইন্টারনেট শুধু তাহলেই হবে না বর্তমান সময়ে 4G থেকে 5G তে ট্রানস্ফার করেছে নেটওয়ার্ক সিস্টেম। সবার দরকার হাই স্পিড ইন্টারনেট। 

হাই স্পিড ইন্টারনেট এর সাথে প্রয়োজন হয় অতিরিক্ত বেশি পরিমাণ ইন্টারনেট ডেটা অর্থাৎ ইন্টারনেট হবে তাড়াতাড়ি আপনার ইন্টারনেট এর ডাটা। সাধারণত আমরা 4G ইন্টারনেট ব্যবহার করার সময় রিচার্জ করি 1.5 থেকে 2 GB পর্যন্ত। কিন্তু ভারতবর্ষের মেট্রোসিটি গুলিতে 5G  লঞ্চ হয়েছে কিছুদিন আগেই। বর্তমানে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট এর পরিমান কারণ 5G  ইন্টারনেট ব্যবহার করলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট  এর মধ্যে শেষ হয়ে যাবে 1.5 থেকে 2 GB.

এই সমস্যার সমাধানের জন্য বিএসএনএল (BSNL) Bharat Sanchar Nigam Limited নিয়ে এল নতুন অফার। সমস্ত প্রিপেড রিচার্জ প্ল্যান এর সাথে আনলিমিটেড অফার রয়েছে। বিএসএনএল (BSNL) কিছু সময় আগে ঘোষণা করেছিল তাদের নতুন 4G ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য।  কিন্তু সেটি কোন কারণবশত হয় না কিন্তু আবার  কোম্পানি ঘোষণা করেছে আগামী বছর অর্থাৎ 2023 ফেব্রুয়ারি মাস থেকে বিএসএনএল (BSNL) এর 4G নেটওয়ার্ক এর কাজ শুরু হয়ে যাবে।

বর্তমানে বিএসএনএল ঘোষণা করেছে কোন ব্যবহারকারী তার দৈনন্দিন এর পরিমাণ শেষ করে ফেলার পরে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু তাকে ইন্টারনেট স্পিড এর সাথে মানিয়ে নিতে হবে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কোনো ব্যবহারকারী তার ডেটা লিমিট শেষ করার পরে কমপক্ষে 40kbps  করে স্পিড পাবেন। চলতি মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে এই শর্তটি চালু হবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন