বর্তমান বাজারে টেলিকম ইন্ডাস্ট্রির রাজা হল জিও টেলিকম। মুকেশ আম্বানির এই কোম্পানি বাজারে অনেক বেশি ব্যবহারকারী সংখ্যা বাড়িয়ে নিয়েছে অনেকদিন ধরে। তার সাথে জিও সবার প্রথম 5G এনে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছে। মানুষের ব্যবহার করছে 5G ইন্টারনেট, স্পিড অসাধারণ। এর ফলে অনেক ব্যবহারকারী অন্যান্য কোম্পানি ছেড়ে জিওর কাছে চলে এসেছে। এর মাঝে BSNL এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় নেই বললেই চলে বাজারে যেখানে চলছে 5G মারামারি তখন BSNL 4G নিয়ে কাজ করছে।
আরও পরুনঃ লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেল এই জেলায়, সাবধান হন
আরও পরুনঃ কলকাতায় বাস ভাড়া বেশি নিলে টোল ফ্রি নাম্বারে অভিযোগের নির্দেশ দিল হাইকোর্ট
তাও এই কোম্পানি চেষ্টা করছে তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে বিভিন্ন পদ্ধতিতে। BSNL বর্তমানে যে রিচার্জ প্ল্যান এনেছে এর মাধ্যমে সবথেকে বড় JIO কোম্পানিকেই টেক্কা দিতে সক্ষম হচ্ছে। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে BSNL ব্যবহারকারীরা এক বছরের রিচার্জ করছেন সাথে প্রথম ৩০ দিনে BSNL টিউন আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড কল এবং দিন প্রতি ১০০ টি SMS. রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ব্যবহারকারীরা আনলিমিটেড 4G ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্ল্যান এর মূল্য রয়েছে ১৯৯৯ টাকা এবং এই টাকাতে আপনি রিচার্জ পাচ্ছেন পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |