BSNL সব থেকে কম দামে প্রদান করছে WIFI ও Call, সুযোগ মাত্র এই মাস

BSNL call and wifi offer
Call and Wifi offer

ঘরে ঘরে এখন ব্রডব্যান্ড এর কানেকশন। তার মধ্যে বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে 5G এর চাহিদা।  তার থেকে অনেক কিছুই রয়েছে এই কোম্পানির নাম BSNL ( Bharat Sanchar Nigam Limited ). 5G এ সময় BSNL কম্পানি নিয়ে আসছে 4G. শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। BSNL এর কাস্টমার দিনের পড় দিন কমতে থাকবে। ব্রডব্যান্ড কানেকশন এর মধ্যে সবার প্রথমে রয়েছে JIO তারপরে Airtel. BSNL 4 নম্বর স্থান অধিকার করে। বর্তমানে BSNL বিনামূল্যে আপনার বাড়িতে লাগিয়ে যাবে সিস্টেম যার মাধ্যমে আপনি আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট ভয়েস কল এর সুবিধা পাবেন মাত্র 470 প্রতি মাসে।

সবথেকে ভালো সুযোগ এটি আপনার বাড়িতে পুরোপুরি বিনামুল্যে একটি রাউটার ওর সাথে কানেকশন চালু করে দিয়ে যাবে BSNL কম্পানি। আপনার বাড়িতে শুধু একটি প্রয়োজন টেলিফোন আপনার বাড়িতে না থাকলেও আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন মাত্র 500 টাকার বিনময়ে। আপনার ফোনে কত টাকা রিচার্জ করেন? ধরতে গেলে 200 টাকা প্রতিমাসে লাগে একটি ফোনে কল চালু রাখতে। তার থেকে এই অফারটি আপনার বাড়িতে ব্যবহার করা ভালো কারণ আপনি টেলিফোনের মাধ্যমে কল করতে পারবেন এছাড়াও আপনার ফোনে যদি WIFI Calling এর ফিচার থাকে,  তবে আপনি আপনার ফোনের মাধ্যমে বিনামূল্যে কল করতে পারবেন। আপনার ফোনে কোন রিচার্জ না থাকা সত্ত্বেও এটি সম্ভব।

আরও পরুনঃ

এটি সম্পূর্ণরূপে পস্টপাইড কানেকশন। সময় শেষ হওয়ার পরেও আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ হবে না। আপনার ফোনে মেসেজ দেওয়া হবে সেই সময় আপনার বিল কে পুনরায় রিচার্জ করতে হবে মাসের শেষে। চিন্তা করবেন না আপনি যে প্যাকেজ টি বেছে নেবেন সেই প্যাকেজের বিল আপনাকে দিতে হবে তার থেকে 1 টাকা বেশি লাগবে না। আপনি কোম্পানি থেকে একটি রাউটার পাবেন এবং কোম্পানির লোক আপনার বাড়িতে এসে বিনামূল্যে ইনস্টলেশন করে দিয়ে  যাবে।

 আপনাকে নিচে BSNL প্ল্যান গুলি দেওয়া হল দেখে নিতে পারেনঃ

BSNL broadband plan
BSNL broadband plan

এই ব্রডব্যান্ড কানেকশন টি আপনি ব্যবহার করতে চাইলে আপনার নিকটবর্তী কোন ব্রডব্যান্ড কানেকশন রিটেলার কাছে জিজ্ঞাসা করবেন BSNL এর লাইন দেয়? যদি না দিয়ে থাকে তবে অফিসার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। মনে রাখবেন কোন  ইন্টারনেট ব্রডব্যান্ডের আপনার কাছ থেকে এক টাকা নিতে পারবে না এই লাইনটি আপনার বাড়িতে লাগানোর জন্য।

Official Link: Click Here

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন