অনুকূলচন্দ্রকে ভগবান ঘোষণা করায় সুপ্রিম কোর্ট কি রায় দিল?

অনুকূলচন্দ্র চক্রবর্তী
অনুকূলচন্দ্র চক্রবর্তী

অনুকূলচন্দ্র চক্রবর্তী , এনার প্রচুর ভক্ত রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলায় প্রধানত এনার ভক্তিগীতি দেখা যায়। অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। কিন্তু এই ব্যক্তির পরম ভক্ত একজন উপেন্দ্রনাথ দলুই, যিনি সুপ্রিম কোর্ট মামলা করেন অনুকূলচন্দ্র চক্রবর্তী কে পরমাত্মা অর্থাৎ ভগবান রুপে স্বীকৃতি দিতে হবে। 

গতকাল সোমবারে এই কেস কোটে ওঠে, যেখানে সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে এই মামলাকে খারিজ করে দেয়। উল্টে তার বিরুদ্ধে এক লাখ টাকার জরিমানা চাপিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে দুই ধর্মের আলাদা আলাদা বিচারপতির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু বিচারপতির নাম রবি কুমার ও মুসলিম ধর্মের বিচারপতি এমআর শাহ। তাদের মতে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে সকল ধরনের সকল জাতি ও ধর্মের মানুষ হয়েছে তারা তাদের নিজেদের মত অনুযায়ী নিজেদের ভগবান ও আল্লাহ মানেন। কিন্তু এর অর্থ এই নয় যে কারোর নিজস্ব ইচ্ছা ও ভক্তি অন্যের ওপর চাপিয়ে দেওয়া হোক। সবার নিজস্ব ইচ্ছা তে সবাই নিজের ভগবানকে মানতে পারে কিন্তু অন্য ওর উপর চাপাতে পারে না।

আরও পরুনঃ

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বিচারপতিগণ জানিয়েছে এই ধরনের কেস ভবিষ্যতে না ওঠে কোটে। দ্বিতীয়ত বলেছেন এই কেসের মাধ্যমে মামলাকারী নিজের পরিচয় জনসম্মুখে প্রচারের উদ্দেশ্যে এই কাজ করেছেন। এই কারণে উপেন্দ্রনাথ দলুই অর্থাৎ মামলাকারীর ওপর নগদ 1 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন