CASHe: লোন বর্তমানে প্রায় সমস্যার প্রয়োজন হয়। সবথেকে বেশি পরিমাণ লোন এর প্রয়োজন হয় যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে। তাদের পকেটে যা পয়সা থাকে তাতে মাসের শেষ পর্যন্ত চলতে খুবই অসুবিধা হয় সেই কারণে কিছু পয়সার লোন পেলে, ভালো তো হবেই। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন লোনের সুবিধা। এর মাধ্যমে 30 সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে লোনের সুবিধা পেয়ে যাবেন।
এই অ্যাপ যার নাম CASHe, এই অ্যাপের মাধ্যমে আপনি লোন পাবেন। কিন্তু কীভাবে পাবেন ও এত তাড়াতাড়ি কিভাবে সেটি সম্ভব তা বিস্তারিত আলোচনা করবো এই আর্টিকেলের মাধ্যমে।
CASHe অ্যাপ থেকে কি করে লোন পাবেন?
CASHe অ্যাপেল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করলেই তার কিছু প্রয়োজনীয় তথ্য দিলেই মাত্র 30 সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে আপনি লোন পেয়ে যাবেন।
প্রথমে আপনাকে +918097553191 এই নম্বরটাতে মেসেজ করতে হবে। এই নম্বরটি CASHe অ্যাপ এর অফিসিয়াল হোয়াৎসঅ্যাপ নম্বর।
দ্বিতীয়তঃ আপনাকে CASHe এর বটের মাধ্যমে আসা মেসেজে এর উত্তরে ‘’ইন্টারেস্ট ক্রেডিট’’ লাইন অপশনে ক্লিক করতে হবে।
তৃতীয়তঃ আপনার যে বৈঠক ডকুমেন্টে রয়েছে যেমন আধার কার্ড প্যান কার্ড সেই অনুযায়ী আপনার নাম পূরণ করতে হবে মেসেজের মাধ্যমে।
কম্পানি এর বটেরমাধ্যমে আপনার কেওয়াইসি ও আপনি সঠিক কিনা তা যাচাই করা হবে।
আরও পরুনঃ
- Digital Rupee: ডিজিটাল রুপি কি? ডিজিটাল রুপি কিভাবে কিনবেন? | Digital Rupee Pilot Scheme
- SBI এবার থেকে বন্ধ থাকবে শুক্রবারও
হোয়াটসঅ্যাপের মারফত এই লোনটি অ্যাপ্রুভ করা হবে। মনে রাখবেন এই অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ লোনের পরিমাণ সর্বোচ্চ 5000 টাকা। আপনি এই অ্যাপ থেকে আরো অনেক টাকা লোন হিসেবে নিতে পারবেন যথাযথ তার সর্বোচ্চ লিমিট 4,00,000 টাকা। তার জন্য আপনাকে এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। যারা ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করবে, শুধুমাত্র তাদের জন্য এটি অ্যাপ্রুভ হবে যারা কোনো কাজে নিযুক্ত রয়েছে এবং বেতনভোগী।
CASHe App link: Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |