রিপোর্ট অনুযায় জানা গিয়েছে গতকাল মঙ্গলবার বিকেল বেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উড়িষ্যার পুরীতে মমতা ব্যানার্জি পুজো দেবেন ও জমি দেখতে যাবেন যেখানে বাঙালিদের জন্য গেস্ট হাউস বানাবেন। বাঙালি পর্যটক করা পুরীতে গিয়ে সেই গেস্ট হাউসে থাকতে পারবে। তাহলে পর্যটকদের জন্য সুবিধা বাড়বে ও ঘর ভাড়া পেতে সমস্যা হবে না। সমুদ্রের পাশে ই ও মন্দিরের পাশে অনেক বেসরকারি গেস্ট হাউস রয়েছে কিন্তু সরকারি গেস্ট হাউস এই প্রথমবার হচ্ছে পুরীতে। কিন্তু প্রশ্ন হল সরকার অন্য রাজ্যে গিয়ে গেস্ট হাউস বানাচ্ছে এদিকে নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA দিচ্ছে না। এর পিছনে সঠিক কারণ কি? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার আবেদন কেউ কোনো রকম ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে উড়িষ্যার পুরীতে যে গেস্ট হাউস তৈরি হচ্ছে তার ডিজাইন থেকে শুরু করে জায়গা সমস্ত কিছু কনফার্ম করা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেই জায়গা দেখবে আজ।
আরও পরুনঃ ওজন মাপা নিয়ে এই নতুন নিয়ম পালন না করলে দোকান বন্ধ করে দেবে ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ
আরও পরুনঃ Airtel সিম থাকলে বিনামূল্যে 5G ইন্টারনেট এর নতুন অফার
জানা গিয়েছে উত্তর প্রদেশের বারানসিতেও একই রকম ভাবে গেস্ট হাউসের চিন্তা করা হচ্ছে। নবান্নের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই মমতা ব্যানার্জি নিজে বারানসিতে গিয়ে সে জায়গা পর্যবেক্ষণ করবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |