চোখের আলো স্কিম: এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন দেখে নিন

Chokher alo scheme
Chokher alo scheme

চোখের আলো স্কিম: রাজ্যে ভোটের আগে নতুন স্কিম, এই স্কিমের নাম চোখের আলো স্কিম। নাম শুনে আশা করি বুঝতেই পারছেন, এই প্রকল্প চালু হয়েছে সরকারিভাবে চোখ এর সমস্যা নিরাময় এর কারণে। সামনে ভোট আসছে। এর মধ্যেই রাজ্যে দুর্নীতির ভান্ডার। রাজ্য সরকার ভোটের আগে নতুন নতুন সব স্কিমের প্রচলন করে বিরোধীদের কাছে হয়ে উঠছে হাজার প্রশ্নের শিকার।

চোখের আলো স্কিম

রাজ্যের স্বাস্থ্য দপ্তর এর মাধ্যমে এই প্রকল্পকে কার্যকরী করে তোলা হবে। প্রধানত আঞ্চলিকভাবে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছে যাদের চোখের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ দেখতে না পাওয়া চোখের ছানি পড়া ও আরো বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য এই স্কিম। আপনার এলাকার পাশেই এর প্রতিকার সম্ভব কোন হসপিটালে অথবা কোন স্বাস্থ্য সংস্থায়। পুরোপুরি সরকারিভাবে চোখের ছানি কাটার অপারেশন থেকে সবকিছু সম্ভব সাথে চশমাও দেওয়া হবে। জানা গিয়েছে রোগীদের যাতায়াতের খরচা পর্যন্ত সরকার বহন করবে। বাস্তবে কতটা কার্যকরী হয় এই প্রকল্প তা এখনো জানা যায়নি। গত ২০ জানুয়ারি তারিখ থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে চলবে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত। সকাল ৯ টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত চিকিৎসার সমস্ত কাজ করা হবে। সমস্ত কাজের নজরদারিতে থাকবেন আপনার এলাকার বিডিও।

আরও পরুনঃ

এবার প্রশ্ন উঠছে আপনি কিভাবে এর খবর পাবেন?  আপনার বাড়ির পাশে এই চিকিৎসা কবে কবে বসছে এর বিষয়ে কিভাবে জানবেন?

আপনার বাড়ির কাছে আশা কর্মী ও মহিলা আরোগ্য সমিতির সদস্যরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে এই নতুন প্রকল্পের  বিষয় বিস্তারিত জানাবে। রোড এর মাধ্যমে অভিযান চালানো হবে ও প্রচার করানো হবে এই প্রকল্পের বিষয়। 

চোখের পাওয়ারের সমস্যা হলে চশমার কাচ থেকে শুরু করে ফ্রেম সম্পূর্ণ দেবে সরকার, কেউ পয়সা চাইলে সরাসরি না করবেন এবং জালিয়াতি থেকে  সাবধান হবেন।

কিছু সময় পরে ভোট এই কারণে এত নতুন প্রকল্পের সূচনায় বিরধির শিকার হচ্ছেন রাজ্য মুখ্যমন্ত্রী।  কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এই প্রকল্পের দুই বছর সম্পূর্ণ হল এই অভিযানের মাধ্যমে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন