কোল ইন্ডিয়া লিমিটেড রিকোয়ারমেন্ট 2022 | 7000+ কর্মী নিয়োগ

কোল ইন্ডিয়া লিমিটেড রিকোয়ারমেন্ট 2022 এর নতুন ভ্যাকান্সি নিয়ে ঘোষণা করল  ভারত সরকার। আমার এই আর্টিকেল এর মাধ্যমে আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন – কিভাবে আপনি এই ফরমটি ফিলাপ করতে পারবেন,  এই ফরমটি ফিলাপ করতে আপনার কি কি কোয়ালিফিকেশন এর প্রয়োজন আছে,  আপনার বয়স কত থেকে কত পর্যন্ত হওয়া উচিত? আর্টিকেল এর নিচের অংশটি পড়তে থাকবেন তো বিস্তারিতভাবে জানতে পারবেন- 

কোল ইন্ডিয়া লিমিটেড রিকোয়ারমেন্ট 2022 ভ্যাকান্সি পার্টিশন –

কোল ইন্ডিয়া লিমিটেড রিকোয়ারমেন্ট 2022 –  এই বছরে মোটমাট ১০৫০  মতন ভ্যাকান্সি ঘোষণা হয়েছে তার মধ্যে চারটি ডিপার্টমেন্ট রয়েছে।

No.            Dept.        Post Code    Total Vacancy
1.Mining 11699
2.Civil12160
3.Electronics & Telecommunication13124
4.System and EDP1467

 মহারত্না পাবলিক  সেক্টর,  ভারতের গভমেন্টের আন্ডারে কলকাতার একমাত্র সবথেকে বড় কয়লা প্রোডাকশন কোম্পানি,  ভারতের প্রায় ৮৩% কয়লার  অভাব পূরণ করে,  সেই কারণে এই কোম্পানির প্রয়োজন হয়  ২.৫  লক্ষ  কর্মচারী। 

আরও পরুনঃ মেটাভার্স কি? এর সুবিধা এবং অসুবিধা গুলি কি কি?

বর্তমানে এই চাকরির জন্য আপনাকে GATE পরীক্ষা সম্পন্ন করে এই পরীক্ষায় বসতে পারবেন। 

ইন্ডিয়া লিমিটেড   কোম্পানির চাকরির ফরম ফিলাপ করার সময়-সুচিঃ

আপনারা অনলাইনে ফরম ফিলাপ করতে পারবেন যার সময় শুরু হয়ে গেছে কোম্পানি নোটিশ অনুযায়ী  ফরম ফিলাপের শুরু এবং শেষ দিনের ডেট গুলি হল 23-06-2022 : 10.00 AM থেকে 22-07-2022 : 11.59 PM পর্যন্ত। 

P.D              Name of Dept.                  Minimum Qualification
11MiningBE/ B.Tech/ B.Sc (Engg.) in relevant branch of Engineering with minimum 60% marks.
12Civil
13Electronics & Telecommunication
14System and EDPBE/ B.Tech/ B.Sc (Engg.) in Computer Science/Computer Engg./IT or MCA, with minimum 60% marks.

বিশেষ কিছু তথ্য:

  1. গ্রাজুয়েশনের যে ডিগ্রী গুলি থাকবে যেমন B.E / B.tech / B.sc / MCA এগুলি প্রত্যেকটি ফুলটাইম কোর্স হিসেবে কমপ্লিট করতে হবে।
  2. GENERAL (UR), OBC (Non-Creamy Layer) & Economically Weaker Sections (EWS) এই ক্যাটাগরি গুলির জন্য মিনিমাম নম্বর লাগবে 60%,  বাকি SC, ST ও  বিকলাঙ্গদের থাকবে 5% পর্যন্ত ছাড়। 
  3. যে সমস্ত ক্যান্ডিডেট গুলি তাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করছে অর্থাৎ তারা রানিং কোর্সগুলোতে স্টুডেন্ট হিসেবে রয়েছে তারাও এই ফরম ফিলাপ করতে পারবে,  কিন্তু তার জন্য কিছু শর্তাবলী রয়েছে।  সেসব স্টুডেন্টদের 2021 এবং 2022 এর মধ্যে তার সমস্ত ডিগ্রি কোর্স কমপ্লিট করে ফেলতে হবে। ফরম ফিলাপ করার পরেও, 31.08.2022 এত তারিখ পর্যন্ত সময় দেয়া হবে বাপি ডকুমেন্টগুলি সাবমিশন করার জন্য। 

কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির মধ্যে কোন  শ্রেণীর জন্য কতগুলি সিট রাখা হয়েছে?

No.    DisciplineTotal vacancyGeneral (UR)EWSSCSTOBCCategory of disability suitable for the post
1.Mining699295709855181None
2.Civil1607116211240(a) HH-3 (b) OA, OL, Dw-2 (c) SLD & (d) MD involving (a) to (c)-1
3.Electronics & Telecommunication124521218933(a) HH-3 (b) OL, Dw-1 (c) SLD & (d) MD involving (a) to (c)-1
4.System and EDP6726711518(a) LV-6 (b) HH-1 (c) OA,OL,OAL, Dw-1 (d) ASD(M) (e) MD involving (a) to (d)-Nil
Grand Total105044410514881272

Attention: HH=Hard of Hearing, OA=One Arm, OL=One Leg, OAL=One Arm and One Leg, Dw=Dwarfism, LV= Low Vision, SLD=Specific Learning Disability, MD=Multiple Disabilities, ASD=Autism Spectrum Disorder (M=Mild).

ফরম ফিলাপের জন্য কত টাকা করে লাগবে?

যারা GENERAL (UR) / OBC (Creamy Layer & Non-Creamy Layer) / EWS তাদের লাগবে হাজার টাকা করে সাথে 180 টাকা GST  সবমিলিয়ে 1180 টাকা।

SC / ST / PwD / ESM এবং যারা আগে কল ইন্ডিয়া কোম্পানির কোন পোস্টে কাজ করেছেন, তাদের জন্য কোন টাকা লাগবে না। 

 টাকা আপনারা কার্ড, অনলাইন, UPI, যেকোনোভাবেই পেমেন্ট করতে পারবেন। 

ফরম ফিলাপ করার বয়স সীমাঃ

যারা জেনারেল কাস্ট এর তাদের জন্য বয়সের শেষ সীমা হলো 30 বছর। 

 অন্যান্য কিছু  কাস্ট ক্যাটাগরি আছে যাদের কিছু পরিমাণ ছাড় আছে সেগুলি হলঃ

OBC (Non-Creamy Layer) – 3 Years  SC / ST – 5 Years  For Persons with Disabilities:  General (UR) -10 Years  OBC (Non-Creamy Layer) – 13 Years  SC / ST – 15 Years. 

যারা জম্বু কাশ্মীর থেকে এই ফরম ফিলাপ করছেন তাদের জন্ম যদি 01.01.1980 to 31.12.1989 সালের মধ্যে হয় তবে সরকার তাদের পাঁচ বছরের ছাড় দেবে। 

আরও পরুনঃ পোস্ট অফিসে প্রতি মাসে 100 টাকা রেখে পেতে পারেন ৭ লাখ টাকা

কোন কোন পোস্টে কত  বেতন পেতে পারেন?

যারা Management Trainee  এই পোস্টের ভিতরে E-2 গ্রেড যাদের বেতন শুরু হবে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত, ট্রেনিং পিরিয়ডে দেওয়া হবে 50000 করে। এক বছরের সাকসেসফুল হবে ট্রেনিং পিরিওড কমপ্লিট করতে পারলে বেতন 10000 টাকা বেড়ে  হবে 60000-180000 টাকা  পর্যন্ত। 

কিভাবে  আবেদন পত্রের ফরম ফিলাপ করবেন?

আপনাকে প্রথমে  www.coalindia.in এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে আপনাকে পরবর্তী স্টেপ গুলি তে ক্লিক করে আপনার কাজ সম্পন্ন করতে হবে- Career with CIL > Jobs at Coal India. 

ফরম ফিলাপ করার সময় আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। 

নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।

Leave a Comment