Coalfield Recruitment: যেসব যুবক-যুবতীরা কাজের সন্ধান রয়েছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক নতুন সুখবর। প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চাই, কেন্দ্রীয় সরকারি চাকরিতে রয়েছে দুর্দান্ত সুযোগ সুবিধা। ঠিক সেরকম কেন্দ্র সরকারের এত সুযোগ সুবিধা পেতে গেলে আপনাকেও করতে হবে কঠোর পরিশ্রম। রিপোর্ট অনুযায়ী জানা গেছে পূর্ব ভারতীয় কোলফিল্ডে নিয়োগ শুরু হচ্ছে আজ থেকে। রয়েছে অনেক শূন্য পদ। মাধ্যমিক পাসেই চাকরির জন্য আবেদন করতে পারবেন বেসিক বেতন রয়েছে 32,000 টাকা।
Coalfield Recruitment: কোলফিল্ডে কিভাবে আবেদন করবেন দেখে নিনঃ
কোলফিল্ড কর্মসংস্থান শূন্যস্থান:
পূর্ব ভারতীয় কোলফিল্ড এর রিপোর্ট অনুসারে বর্তমানে শূন্যস্থান রয়েছে 378 টি।
কোলফিল্ড পদের নামঃ
মাইনিং সিরদার
কোলফিল্ড শিক্ষাগত যোগ্যতাঃ
আপনাকে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে সরকার স্বীকৃত কোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। দ্বিতীয়ত আপনাকে মাইনিং ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে ওভার মান ও গ্যাস টেস্টিং এর সার্টিফিকেট থাকতে হবে।
Coalfield Recruitment|কোলফিল্ড বেতন:
পূর্ব ভারতীয় কোলফিল্ড এর অনুসারে বেসিক পে থাকছে 32000 টাকা, সাথে রয়েছে সাথে রয়েছে আরও বেতন যুক্ত হয়ে মোট 50000 এর কাছাকাছি হতে পারে।
- ৫০০০০ টাকা স্কলারশিপ টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য | Saksham scholarship
- Kolkata Municipal Recruitment: কলকাতা পৌরসভায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ
কোলফিল্ড বয়সসীমাঃ
এখানে চাকরি করতে গেলে আপনাকে 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত সুযোগ পাবেন। আপনি যদি SC/ST জাতিগোষ্ঠীর হন তবে কিছু পরিমাণ ছাড় রয়েছে সর্বোচ্চ 3 থেকে 5 বছর।
কোলফিল্ড আবেদনের পদ্ধতি ও সময়সূচীঃ
সর্বভারতীয় ফিল্ডের আবেদনের পদ্ধতি সম্পূর্ণ অনলাইন। অনলাইনে সরাসরি ফরম ফিলাপ করতে হবে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আজ থেকে আগামী 22 শে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিলাব চলবে।
কোলফিল্ড ফরম ফিলাপের ফীঃ
সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ধার্য করা হয়েছে 1000 টাকা করে, যারা SC/ST জাতির তারা বিনামূল্যেই ফরম ফিলাপ করতে পারবেন।
পরীক্ষার মাধ্যমে সঠিক ও সক্ষম প্রার্থীকে বেছে নেওয়া হবে।
Official Notification: Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |